ইউকে জমিয়তের উদ্যোগে আন্তর্জাতিক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আল্লামা কাসেমী

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০৫ ২০২০, ০৪:৩৫

সর্বস্তরের নেতা কর্মী কে মানবতার কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার আহবান

একুশে জার্নাল ডেস্ক: গত ৩ জুন ২০২০ ইং জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে ভার্চুয়াল জুম লাইভের মাধ্যমে এক আন্তর্জাতিক ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামিম আহমদ এর পরিচালনায় অনুষ্টিত সভায় সহযোগিতায় ছিলেন জয়েন্ট সেক্রেটারী মাওলানা শামছুল আলম কিয়ামপুরী ও সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আক্তরুজ্জামান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচীব, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সংগ্রামী আমীর, আল্লামা নূর হোসাইন কাসেমী।
প্রধান অতিথির বক্তব্য আল্লামা নুর হুসাইন কাসেমী বলেছেন-জমিয়ত মৌলিক ভাবে আকাবির আসলাফের আমানত।বিশ্বনবী থেকে নিয়ে আমাদের আকাবির আসলাফের সূনালী ধারার ঐতিহ্যবাহী কাফেলার নাম জমিয়ত।আমাদের আকাবির হাজী ইমদাদুল্লাহ,কাসেম নানুতবী,রশিদ আহমদ গন্গুহী,শায়খুল হীন্দ ,শায়খুল ইসলাম ,মুফতি কেফায়তুল্লাহ ও হিফজুর রহমান সিউহারওয়ী সহ সংগ্রামী ওলামায়ে কেরাম ত্যাগ ও কুরবানীর মাধ্যমে ভারতের স্বাধীনতার পাশাপাশি দ্বীন ও মিল্লাতের হেফাজত করে গেছেন।তাঁরা জীবন বাজী রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন।তিনি বলেন আমরা সেই আকাবির দের উত্তরসূরি ।তাদের সেই ত্যাগ ও কুরবানী কে সামনে রেখে আমাদের কে অগ্রসর হতে হবে।জমিয়তের সর্বস্তরের নেতা কর্মী কে মানবতার কল্যাণে কাজ চালিয়ে যেতে হবে।

আল্লামা কাসেমী বলেন আমার আত্ববিশ্বাস আন্তর্জাতিক পর্যায়ে জমিয়ত বিশেষ ভাবে ইউকে জমিয়ত যে ভাবে কাজ চালিয়ে যাচ্চে আমরা আশাবাদী।জমিয়তের কাজ কে এগিয়ে নিতে ইউকে জমিয়ত অতিতের ন্যায় ভবিষ্যতে আরো বেশি অবদান রাখবেন ইনশাআল্লাহ ।সমাজ,জাতী ও দেশ গঠনে ইউকে জমিয়ত আরোও অবদান রাখবেন ইনশাআল্লাহ।এই কঠিন সময়ে এই অনুষ্ঠান আয়োজন করায় ইউকে জমিয়ত কে তিনি আন্তরিক মোবারকবাদ জানান।তিনি উপস্তিত সকল নেতৃবৃন্দ কে বিশ্ব ব্যাপি জমিয়তের কাজ এগিয়ে নিতে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দীয় সহ সভাপতি শাইখুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, কেন্দীয় যুগ্ন মহাসচীব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতী নাসির উদ্দীন খান, কিশোরগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা জাকারিয়া আমিনী।

অনুষ্ঠানে প্রধান আকর্শন হিসেবে উপস্তিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা, জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের প্রতিষ্ঠাকালীন সভাপতি, বৃটেনের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ মাওলানা শায়খ আসগর হুসাইন।
স্বাগত বক্তব্যা রাখেন ইউকে জমিয়তের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব মুফতি আব্দুল মুনতাকিম।

বক্তব্য রাখেন জামেয়া খাতামুন্নাবিয়ীন ব্রাডফোড এর প্রিন্সিপাল মুফতী শায়খ সাইফুল ইসলাম, সৌদি আরব জমিয়তে সভাপতি মাওলানা মুহিউদ্দীন রাগিবী , সেক্রেটারী জেনারেল মাওনানা হারিস উদ্দীন, ইউকে জমিয়তের ট্রেজারার ও লন্ডন মহানগর জমিয়তের সভাপতি হাফিজ হোসাইন আহমদ, সাংগঠনিক মাওলানা সৈয়দ নাইম আহমদ, কাতার জমিয়তের সেক্রেটারী জেনারেল আবু আফিফা আতিকুর রাহমান, উমান জমিয়তের সভাপতি মাওলানা রশীদ আহমদ, সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালীম সাতবাকী, আমেরিকা জমিয়ত নেতা ডাঃ সিরাজুল হক, ইটালী জমিয়তের সভাপতি মাওলানা রুহুল আমীন, রিয়াদ জমিয়তের সেক্রেটারী মাওলানা আব্দুল মুকসিত, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আলী নূর, ইউকে জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হুসাইন আহমদ,দৈনিক স্যামল সিলেটের স্টাফ রিপোর্টার সাংবাদিক আতিকুর রহমান নগরী সহ বাংলাদেশ এবং প্রবাসী জমিয়তের বিভিন্ন শাখা প্রতিনিধিগন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রধান দুই যুগ্ন মহাসচিব যথাক্রমে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং মাওলানা বাহা উদ্দীন জাকারিয়া সাহেবদ্বয়ের সার্বক্ষনিক (প্রথম হতে শেষ পর্যন্ত) অংশগ্রহনে ব্যাতিক্রমধর্মী এই অনুষ্টানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচীব মাওলানা মুনীর হুসাইন কাসেমী, কাতার জমিয়ত এর মুহতারাম সভাপতি হাফিজ মাওলানা জসীম উদ্দীন, সিলেট মহানগর জমিয়ত সভাপতি মাওলানা খলিলুর রাহমান, ইউকে জমিয়তের সহ সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তাছাদ্দুক আহমদ, ইউকে জমিয়তের সহ সভাপতি ও বার্মিংহাম জমিয়তের সভাপতি মাওলানা ফখরুদ্দীন সাদীক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী, সৌদি জমিয়ত নেতা মাওলানা আফজল হোসাইন, ওমান জমিয়তের সহ সভাপতি মাওলানা রেজাউল করীম, আরব আমিরাত জমিয়তের সদস্য সচিব মাওলানা মাসউদ আযহার, কিশোরগঞ্জ জেলা জমিয়ত নেতা মাওলানা ইলয়াস আমিনী, সুনামগঞ্জ জেলা জমিয়তের সেক্রেটারী মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, যুব জমিয়ত বাংলাদেশের সহ সভাপতি মাওলানা আখতারুজ্জামান তালুকদার, ইউকে জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ জিয়াউদ্দীন, সহ প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ, অফিস সম্পাদক মাওলানা ফখরুদ্দীন, মাওলানা সাইদুর রাহমান চৌধুরী, মাওলানা হুসাইন আহমদ, আবদুর রাহমান কোরেশী, সাংবাদিক আতিক নগরী, সহ বাংলাদেশ, বৃটেন, আমেরিকা, ইটালী, সৌদি আরব, কাতার, উমান, আরব আমিরাত সহ দেশ বিদেশের সকল শাখার গুরুত্বপুর্ন প্রতিনিবৃন্দ।

হাফিজ শফিউল আলম রায়হানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আন্তর্জাতিক ঈদ পুনর্মিলনী সভা পরিশেষে বৈশ্বিক মহামরী করোনা হতে মুক্তি এবং মুসলিম উম্মাহর শান্তির জন্য মাওলানা মঞ্জুরুল ইসলাম অফেন্দী সাহেবের বিশেষ মুনাজাতের মাধ্যমে পরিমাপ্তি হয়।