ইউকে জমিয়তের যুগ্ম সম্পাদক শামসুল আলমের দারুল আজহার মডেল মাদরাসা মেইন ক্যাম্পাস পরিদর্শন
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ২৩ ২০২০, ০০:০০
গত ২১/০২/২০২০ শুক্রবার ইউকে জমিয়তের যুগ্ন-সম্পাদক ও আর-রাহমান ফাউন্ডেশন ইউকে’র সভাপতি মাওলানা শামসুল আলম দারুল আজহার মডেল মাদরাসা মেইন ক্যাম্পাস পরিদর্শন করেন। দারুল আজহার মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও মেইন ক্যাম্পাসের প্রধান পরিচালক অধ্যক্ষ মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকারে মাওলানা শামসুল আলমের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন আর-রাহমান ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশ পরিচালক,বিশিষ্ট কণ্ঠশিল্পী এম.সাইফুল আলম, দারুল আজহার মডেল মাদ্রাসা মেইন ক্যাম্পাস এর সিনিয়র শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান কিব্রিয়া ও মোহাম্মদ সালমান।
মাওলানা শামসুল আলম মাদ্রাসার প্রধান ক্যাম্পাস ভিজিট করেন এবং প্রিন্সিপাল মহোদয়ের সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন এবং দারুল আজহার মডেল মাদ্রাসার সামগ্রিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় সম্মানিত মেহমান আগামী দিনের জাতির নেতৃত্ব দেয়ার মতো দক্ষ নাগরিক তৈরি করার প্রতি গুরুত্বারোপ এর ব্যাপারে মতামত প্রকাশ করেন।