ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলায় কলারোয়ায় মানববন্ধন 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০৮ ২০২০, ১৮:৪৫

রেজওয়ান উল্লাহ,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার কন্যা ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরার জেলার কলারোয়া উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।৮ (সেপ্টেম্বর)মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক বুরহান উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মোহাম্মদ সোহাগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারু.ক হোসেন, প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেন, এলজিইডির প্রকৌশলী নাজিমুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা অমল কুমার সরকারসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধাবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও’র ওপর হামলার ঘটনায় কয়েকজন গ্রেফতার হলেও প্রকৃত ঘটনা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। কেবলমাত্র চুরির উদ্দেশ্যেই নয় বরং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করতেই এই হামলা চালানো হয়েছে। বক্তারা এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।