ইংল্যান্ডে একুশে জার্নালের পক্ষ থেকে জুনাইদ কিয়ামপুরীকে সংবর্ধনা
একুশে জার্নাল
আগস্ট ২৯ ২০১৮, ০৪:০৮

একুশে জার্নাল লন্ডন:একুশে জার্নাল এর পক্ষ থেকে ইংল্যান্ড সফররত সিলেট জামেয়া দরগাহে শাহ জালাল এর স্বনামধন্য উস্তাদ হযরত মাওলানা হাফেজ জুনাইদ কিয়ামপুরীকে সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার (২৮ আগস্ট) একুশে জার্নাল এর লুটন অফিসে এ সংবর্ধনা দেয়া হয়।
একুশে জার্নাল এর সম্পাদক কে আই ফেরদৌস ও সহসম্পাদক মাসরুর আহমেদ বুরহানের নেতৃত্বে একুশে জার্নাল এর কর্মী, শুভাকাঙ্ক্ষীরা ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধিত করেন।
তিনি তার বক্তব্যে মুক্তচিন্তার অনলাইন ঠিকানা একুশে জার্নাল এর ভূয়সী প্রশংসা করে বলেন,বর্তমান মিডিয়ার যুগে একুশে জার্নাল মানবতা ও মুসলিম উম্মার পক্ষে শক্ত ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি।
তিনি আরো বলেন, একটি মিডিয়া যখন প্রতিষ্ঠা লাভ করে, তখন সেই মিডিয়াকে সার্বিক বিষয়ে সহযোগিতা চালিয়ে যাওয়া জরুরি। অতীতে দেখা গেছে অনেক মিডিয়া পর্যাপ্ত নানান সহযোগিতার অভাবে দাঁড়ানোর আগেই ঝরে যায়। কারন বৃহত্তর জনগোষ্ঠীর সহযোগিতা ছাড়া মাত্র কয়েকজন অথবা কেব্ল ছোট গ্রুপ দিয়ে একটি মিডিয়া ঠিকিয়ে রাখা অসম্ভব।
বিশেষ করে আমাদের অঙ্গণে একটি প্রতিষ্ঠিত, শক্তিশালী মিডিয়া থাকা খুবই জরুরী। এক্ষেত্রে যেসব তরুণেরা সাহস নিয়ে একুশে জার্নাল এর মতো মিডিয়া প্রতিষ্ঠায় মাঠে নেমেছেন, তাদেরকে আমরাই সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। পরিশেষে একুশে জার্নালের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার বক্তব্য শেষ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নোমান আহমেদ, মাওলানা সালেহ আহমেদ, ক্বারী আহমদ আলী প্রমুখ।