ইংল্যাণ্ডের জয়ে সুবিধাই হয়েছে: মাশরাফি
একুশে জার্নাল ডটকম
জুলাই ০১ ২০১৯, ২২:২৬
আগামীকাল (২ জুন) বার্মিংহ্যামের এজবাস্টনে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে দলের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেছেন টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
ভারতের বিপক্ষে গতকাল (৩০ জুন) একই মাঠে ইংল্যান্ড জয় পাওয়ায় সেমিফাইনালের সমীকরণ বেশ কঠিন হয়ে গিয়েছে বাংলাদেশের জন্য। তবে তা সত্ত্বেও ইতিবাচক দিকটাই দেখার চেষ্টা করছেন মাশরাফী। তার মতে, ‘এ ধরণের টুর্নামেন্টে অন্যদের দিকে তাকিয়ে থেকে লাভ নেই। নিজেদের ভালো খেলেই জিততে হবে, এ পর্যন্ত যতগুলো ম্যাচ জিতেছি, ভালো খেলেই জিতেছি।’
এই ম্যাচ হারলে যে নিজেদের বিশ্বকাপ ওখানেই শেষ, তা ভালোভাবেই মাথায় আছে অধিনায়কের। ভারতের বিপক্ষে ইংল্যান্ড জিতে যাওয়াতেই তৈরি হয়েছে এমন বাঁচা-মরার পরিস্থিতি।
তবে মাশরাফী ইতিবাচক থাকছেন এখানেও, ‘হয়তো ইন্ডিয়া জিতলে ডিফারেন্ট সিনারিও হতো। তবে আমি এটি পজিটিভ ওয়েতে নিচ্ছি। এটা ভালো একটা চ্যালেঞ্জ। যদি আমরা ভালো খেলে জিততে পারি, সেটা হবে অনেক আনন্দের। আমার মতে কঠিন অপশনই বেটার টিমের জন্য। টিমকে সামনে এগিয়ে নেয়ার জন্য। শুধু ওয়ার্ল্ড কাপ নয়, হয়তোবা সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য এটাই বেটার।’