আ.লীগ সরকারের বিরুদ্ধে সিলেট থেকে অধিকার আদায়ের যুদ্ধ শুরু হলো: মির্জা ফখরুল
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১৯ ২০২২, ১৭:১১
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অত্যাচারের স্টিমরোলার চালিয়ে দেশকে আবারও তালাবিহীন ঝুলিতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত গণসমাবেশে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, জনগণ অধিকার ফিরে পাওয়ার জন্য নতুন যুদ্ধ শুরু করেছে। দেশে গণতন্ত্র ফেরাতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুদ্ধ আজকে সিলেট থেকে শুরু হলো।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা এর বিরোধিতা করবে তারা গণশত্রু বলে স্বীকৃত হবে। তাদের গণশত্রু হিসেবে চিহ্নিত করা হবে। এটাই আমাদের এখন সংকট উত্তরণের একমাত্র পথ।