আ.লীগ নেতা এডভোকেট আরিফের সংবর্ধনা অনুষ্ঠান; ব্যানারে নেই ‘বঙ্গবন্ধুর ছবি’
একুশে জার্নাল
জানুয়ারি ৩০ ২০২২, ০১:০৬
সিলেট মহানগর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আরিফ আহমদের সংবর্ধনা অনুষ্ঠানের ব্যানারে রাখা হয়নি বঙ্গবন্ধু বা শেখ হাসিনার ছবি।
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় ২৯ জানুয়ারী (শনিবার) সন্ধ্যায় মহানগর ৩নং ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ৩নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার নিলুর সভাপতিত্বে ও সিলেট মহানগর তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ মো: আবুল হাসনাত বুলবুল’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কাউন্সিলর এডভোকেট শাহানারা বেগম, কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধুর ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।