আসামে ২০ লক্ষ বাংলাভাষী মানুষকে নাগরিক তালিকা থেকে বাদ দেয়ায় খেলাফত মজলিসের উদ্বেগ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ৩১ ২০১৯, ২২:২৪

ভারতের আসামে এনআরসি’র নামে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭জন বাংলাভাষী মানুষকে বাদ দিয়ে আসামের নাগরিক তালিকা প্রকাশের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, জাতীয় নাগরিক পুঞ্জীর নামে আসামের বাংলা ভাষা ভাষী মানুষ বিশেষ করে মুসলমানদেরকে রাষ্ট্রহীন করার চক্রান্ত করছে ভারত সরকার। ভারতের এ কর্মকান্ডে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের জনগণ আজ গভীরভাবে উদ্বিগ্ন।

আজ এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর ও মহাসচিব বলেন, দুঃখজনক হলেও সত্য, আসামে যুগযুগ ধরে এমনকি কয়েক পুরুষ ধরে বসবাসরত নাগরিকদেরকে আজ নাগরিক তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। বাদ পরা এসব নাগরিকদের জন্যে ডিটেনশন ক্যাম্প তৈরী করা হয়েছে। আসামের রাজধানী গুয়াহাটিসহ বিভিন্ন জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে ভারত সরকার আসামে একটি বড় ধরণের মানবিক বিপর্যয় সৃষ্টি করতে চায়।

বিবৃতিতে নেতৃদ্বয় আসামে এনআরসি’র নামে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন বাংলাভাষী মানুষকে রাষ্ট্রহীন করার লক্ষ্যে প্রণীত নাগরিক তালিকা অবিলম্বে স্থগিত করার দাবী জানান। এবং একই সাথে এনআরসি থেকে বাদ পড়া আসামের নাগরিকদের উপর কোন ধরণের জুলুম নির্যাতনের পদক্ষেপ নেয়ার বিষয়ে হুশিয়ারী উচ্চারণ করে ভারত সরকারকে মানবতাবিরোধী কর্মকান্ড বন্ধ করারও আহ্বান জানান।