আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ৩১ ২০২০, ১৭:৩১

 

মোঃ ইয়াসিন, সাভার প্রতিনিধি: দেশে করোনা পরিস্থিতে যখন সকল সাধারন যান চলাচল সহ যাত্রি পরিবহন নিষিদ্ধ সেখানে সাভার আশুলিয়ার মহাসড়কগুলাতে দেখা যায় পণ্য পরিবহনে নিয়োজিত যানে সাধারন যাত্রী বহনের মহোৎসব।

মঙ্গলবার(৩১মার্চ) বিকেল ৩.০০ঘটিকায় আশুলিয়ার নিরিবিলি এলাকায় অটো সিনজি চাপায় জাহাঙ্গির আলম(৫০) নামের এক ব্যাক্তি নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যাক্তি পেশায় একজন গাড়ীচালক। নয়ারহাট থেকে বাড়ী ফেরার পথে তাকে বহনকৃত অটো সি এন জি উল্টে তার উপর পড়াতেই ঘটনাস্থলে তিনি মারা যান।

সাভার থানার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই)মোসলেম বলেন, ৯৯৯ এ কল পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন তারা, লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানোর ব্যাবস্থা করা হচ্ছে। ঘাতক সিনজি পালিয়ে যাওয়াতে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মৃত জাহাঙ্গীর আলম ডেন্ডাবর এলাকার মৃত ওয়ারিস খান এর পুত্র।

শেষ খবর পাওয়া পর্যন্ত, আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।