আশুলিয়ায় ভূয়া পুলিশ সেজে চাঁদাবাজি, আটক তিন যুবক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২২ ২০২০, ২১:০৭

মোঃ উজ্জ্বল (আশুলিয়া প্রতিনিধি) :

আশুলিয়ায়য় ভুয়া পুলিশ সেজে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির সময় তিন যুবককে আটক করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২১এপ্রিল) আশুলিয়া কুটুরিয়া এলাকাতে বিভিন্ন দোকানের চাঁদাবাজির সময় তাদেরকে আটক করে পুলিশে সোর্পদ করেন স্থানীয় জনতা।মোট পাঁচ জনের মধ্যে তিনজনকে আটক করা হয়। দুই জন পালিয়ে যায় কৌশলে এমনটা বলেছে এলাকাবাসী।

আটকরা হলো- পিরোজপুর জেলার স্বরুপকাঠি থানার দক্ষিণ সোনাগঞ্জ গ্রামের এনামুল হকের ছেলে বাবু হোসেন,রংপুর জেলার পীরগঞ্জ থানার কাউলাদবাড়ি গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে রবিউল ইসলাম ও কুষ্টিয়া জেলার সদর থানার হাটুলিয়া গ্রামের কাউসার আলীর ছেলে আরিফ।

ভুক্তভোগী চায়ের দোকানদার সাগর জানান,রাত নয়টার দিকে একটি লেগুনা গাড়ি নিয়ে সিভিল পোশাকে পাঁচজন পুলিশ পরিচয় দিয়ে দোকান খোলা কেন কারণ জানতে চায় তারা।এক পর্যায়ে দোকানদারকে খারাপ ভাষায় গালিগালাজ ও দুই হাজার টাকা চাঁদাবাজি দাবি করে পরিচয়কারী পুলিশ।

কিন্তু তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় দেখতে চাই আমি পরিচয়পত্র। এই কথা বলার পর তারা উত্তেজিত হয়ে আমাকে মারধর করার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তিনজনকে আটক করে থানায় খবর দেন এলাকাবাসী।

আশুলিয়া থানার উপ- পরিদর্শক (এস আই) মো: ফজর আলী জানান,আটককৃৃতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে।

তবে তারা ভুয়া পুলিশের পরিচয় দিলেও মূলত স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।জব্দ করা হয় চাঁদাবাজির সময় ব্যবহারকৃত লেগুনা গাড়িতে আইন সহায়তা কেন্দ্র (আসক) স্টিকার লাগানো রয়েছে।