আশুলিয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ৩
একুশে জার্নাল ডটকম
জুন ১৩ ২০২০, ১৪:০১
মোঃইয়াসিন,সাভার(ঢাকা)প্রতিনিধি:
আশুলিয়ায় ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া ও ইউনিক এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, রংপুর জেলার মিঠাপুকুর থানার সংকরপুর গ্রামের মো. গোলাপ মিয়ার ছেলে মো. রুবেল (২০), একই জেলার গঙ্গাচড়া থানার দক্ষিণ নলেয়া গ্রামের মো. আনোয়ার ইসলামের ছেলে মো. সুমন ইসলাম (১৮) এবং পটুয়াখালি জেলা ও থানার কাঁচিছিড়া গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে মো. হৃদয় হোসেন (১৮)। তারা সকলেই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাড়িতে থেকে ইয়াবা ও হেরোইনের ব্যবসা করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ইউনিক এবং জামগড়া এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় আটক রুবেলের দেহ তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ১৫০০ পুরিয়া হেরোইন ও ৮৫ পিস ইয়াবা, সুমনের কাছে থাকা ৫০০ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবা এবং হৃদয়ের কাছে থাকা ১১০০ পুরিয়া হেরোইন ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও হেরোইনের মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা বলেও জানান পুলিশের এই চৌকস কর্মকর্তা।
দেশের প্রচলিত মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।