আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান
একুশে জার্নাল ডটকম
জুন ৩০ ২০২০, ১৯:৩০
![](https://ekushejournal.com/wp-content/uploads/2020/06/received_287879552330219-692x405.jpeg)
মোঃ উজ্জ্বল (আশুলিয়া) প্রতিনিধি; আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে পোশাক নীট ওয়্যার লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেছে।
আজ (৩০ জুন) মঙ্গলবার সকালে জামগড়া এলাকার সমীর প্লাজার সামনে অবস্থান নেন শ্রমিকরা।
শ্রমিকরা জানান,গত ২৪,২৫ ও ২৬ জুন পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ২৭ জুন সকালে কারখানা খোলার কথা থাকলে কারখানায় গিয়ে শ্রমিকরা আরও ১০ দিন বন্ধের নোটিশ দেখতে পান। সেই সঙ্গে শ্রমিকদের জানিয়ে দেওয়া হয় ১ বছর চাকরি করা শ্রমিকদের বেতব প্রদান করা হবে। এই ঘোষণার পর আবার কারখানা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তাই তিন মাসের বেতনের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক লীগের যুব কমিটির সভাপতি শেখ হাসান আলী, আশুলিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, শ্রমিক নেতা মাহবুব আলম বাচ্চু,শ্রমিক নেতা বাকের,অরবিন্দু ব্যাপারী বিন্দুসহ প্রায় শতাধিক শ্রমিক।