আশুলিয়ায় পোশাক কারখানায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট, আটক ৩

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ১৬ ২০২০, ১৭:১২

মোঃ উজ্জ্বল (আশুলিয়া) প্রতিনিধি:

বেতন না পেয়ে আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ঘটনায় ভাঙচুরে বাধা দিলে কারখানার ১৫ জন কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর আহত করেছে শ্রমিকরা। ভাঙচুর ও লুটপাটের অভিযোগে কারখানার ১৫ জন শ্রমিকের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচশ জনকে আসামী করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে গার্মেন্টস কর্তৃপক্ষ। এ ঘটনায় পুলিশ ওই গার্মেন্টস এর তিন কর্মকর্তাকে আটক করেছে।আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া বাজার এলাকায় কনকর্ড গার্মেন্টস গ্রুপের লিলি এ্যাপারেলন্স গার্মেন্টস কারখানায় এ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

পুলিশ জানায়,গতকাল জুন মাসের ওই গার্মেন্টস এর এক হাজার শ্রমিকের বেতন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কারখানা কর্তৃপক্ষ। পরে ব্যাংক থেকে বেতনের টাকা একটু দেরিতে আসায় কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা ওই পোশাক কারখানার ভিতরে ব্যাপক ভাঙচুর চালায়। সকালে সাড়ে ১০ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত কারখানার মূল ফটক আটকিয়ে ব্যাপক ভাঙচুর ও তান্ডব চালায় শ্রমিকরা। এসময় কারখানার ২০ টি ল্যাপটক,৩৫ টি কম্পিউটার, ১০ টি ফায়ার ডোর,ডাটা সারভার,৮৫ টি সিসি ক্যামেরা ভাঙচুর করে কারখানার ড্রয়ার ভেঙ্গে নগদ ১ লক্ষ টাকাসহ কারখানার শিপমেন্টের জন্য তৈরি করা দুই লক্ষ পিস শার্ট লুটপাট করে পালিয়ে যাওয়ার সময় কারখানার জেনারেল ম্যানেজার মেজর (অবঃ) জাহিদুর রহমান খানসহ ১৫ জন কর্মকর্তাকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।

এঘটনায় কারখানাটির প্রায় সাড়ে ৭ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কর্তৃপক্ষ। এছাড়া আজ থেকে কারখানাটি মালিকপক্ষ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

এবিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক ফজলুর রহমান বলেন,মামলার আসামীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এছাড়া কি কারণে শ্রমিকরা কারখানাটি ভাঙচুর করেছে সে বিষয়েও তদন্ত চলছে বলে জানান পুলিশ এই কর্মকর্তা।