আশুলিয়ায় ছিনতাই, ৪ ট্রাক-মাইক্রোবাস গাজীপুরে উদ্ধার
একুশে জার্নাল
নভেম্বর ০৭ ২০১৮, ১১:১৯
আশুলিয়ার মহাসড়ক থেকে ছিনতাই হওয়া একটি মাইক্রোবাস ও তিনটি ট্রাক গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হৃদয় মোল্লা নামে এক জনকে আটক করা হয়েছে।
৭ নভেম্বর, বুধবার ভোরে গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় যানবাহনগুলো উদ্ধার করা হয়। আটককৃত হৃদয়ের বাড়ি গাজীপুরের কোনাবাড়ি এলাকায়।
একটি ট্রাকের মালিক আবদুল গনি জানান, প্রায় দুই মাস আগে আশুলিয়া থেকে তার ট্রাকটি নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে অনেক খোঁজাখুঁজি করে সন্ধান পাওয়া যায়নি। আজ কোনাবাড়ি থেকে ট্রাকটি পুলিশ উদ্ধার করে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মোল্লা জানান, আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাপুর মহাসড়ক থেকে বিভিন্ন সময়ে এই যানবাহনগুলো ছিনতাই হয়। এর মধ্যে দুটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এক জনকে আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে সেগুলো উদ্ধার করা হয়।
এসআই মনিরুজ্জামান আরও জানান, হৃদয়ের বাড়িতে তল্লাশির সময় বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ ও ডিজিটাল নম্বর প্লেট জব্দ করা হয়। এই চক্রটি সাংবাদিক, ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে অপকর্ম করে থাকে। চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।