আশুলিয়ায় চাঁদা না পেয়ে হামলা ও ছিনতাই

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ২৩ ২০২০, ১৫:১৪

মোঃ ইয়াসিন, সাভার(ঢাকা)

সাভারের আশুলিয়ার বেলতলা নামক স্থানে পূর্ব শত্রুতার জেরে আঃসালাম(৪৫)এর উপর সন্ত্রাসী হামলা সহ সাথে থাকা টাকা ও মটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রবিবার(২৩আগস্ট) সকালে আশুলিয়া থানার নয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই)কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বশত্রুতার জেরে মোঃআব্দুস সালাম,সাং-হালুয়াপাড়া,মির্জাপুর,টাঙ্গাইল,বর্তমান ইসলামপুর ধামরাই বসবাস করে আসছিলেন। তিনি শনিবার(২২আগস্ট) দুপুর ১২ ঘটিকায়,নিজ মটরসাইকেল যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাল হতে গরু বিক্রির টাকা ও বাড়ী ভাড়ার টাকা উত্তোলন করে বর্তমান বাসায় ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হাবিব,শরীফ,বুলবুল ২ টি মটর সাইকেলযোগে তার গতিরোধ করে বেরিকেড দিয়ে আটকায়।অতঃপর ফিল্মি স্টাইলে তাকে তার ব্যাবহৃত মটরসাইকেল সহ নয়ারহাট বাজারের চেয়ারম্যান অফিসের পিছনে বংশী নদীর পারে নিয়ে অজ্ঞাত নামা আরও ৫/৬ জন সন্ত্রাসী যুক্ত হয়ে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও দেশিয় অস্র দিয়ে হামলা চালায়।

এ বিষয়ে আহতর স্ত্রী কাজী সাবিনা(৩৭) বাদী হয়ে,আশুলিয়ার চাকল গ্রামের দুদু মিয়ার ছেলে হাবিব(৩৫),একই গ্রামের তাতা মিয়ার ছেলে,শরীফ(৩২)ও ছইলার ছেলে বুলবুল সহ অজ্ঞাত নামা ১০/১২ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় সাধারন ডায়েরী করেন।

সরেজমিনে গিয়ে জানা যায়,বিবাদী গন বিভিন্ন সময়ে ভিকটিমের কাছ থেকে ভয়ভিতি প্রদশর্ন পূর্বক চাদা আদায় করে আসছিল। কিছুদিন পূর্বে মোটা অংকের চাঁদা দাবি করে তা পরিশোধ না করায় বর্তমান বাসা ইসলামপুর, ধামরাই ফেরার পথে আশুলিয়ার বেলতলা নামক স্থানে গতিরোধ করে উক্ত বিবাদীগন সহ অজ্ঞাত ১০/১২ জন সন্ত্রাসী দেশিও অস্র সহ হামলা চালায় ও সাথে থাকা ১লক্ষ ৪৮হাজার টাকা ব্যাবহৃত মটর সাইকেল(ঢাকা মেট্রো হ-২৫- ৭৬৩৭) ছিনতাই করে এবং হত্যার উদ্দেশ্যে উপর্যপরি মাথায়,পিঠে ও শরীরের বিভিন্ন অংশে লোহার রড দিয়ে আঘাত করে। এমতাবস্থায় ভিকটিম জীবন রক্ষার্থে দৌড়ে চাকলগ্রামস্থ নজরুল ইসলামের বাড়ীতে আশ্রয় নেয়।

স্থানীয়দের সহায়তায় পুলিশ কে খবর দিলে তাকে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ রেজাউল হক দিপু কে অবহিত করলে সঠিক তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যাবস্থা গ্রহনে আস্যস্থ করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।