আশুলিয়ায় কুখ্যাত সোহাগ বাহিনীর প্রধান সোহাগ আটক
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ২২ ২০২০, ১৩:২৯
মোঃইয়াসিন, সাভার(ঢাকা): সাভারের আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী এবং সোহাগ বাহিনীর প্রধান সোহাগকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। সোমবার(২১সেপ্টেম্বর)রাতে আশুলিয়ার গাজীরচট চারাল পাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এর আগে রবিবার(২০সেপ্টেম্বর)রাতে বাহিনী প্রধান সোহাগের নির্দেশে দলের সেকেন্ড ইন কমান্ড রিপনের নেতৃত্বে এলাকায় একক সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে নূর আলম নামের এক পোশাক শ্রমিককে পায়ে গুলি করে এবং আরো চাঁরজন পোশাক শ্রমিককে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে,এবং যাওয়ার সময় এলাকাবসীর মাঝে আতঙ্ক সৃষ্টি করতে একটি পোশাক কারখানায় ভাংচুর চালায় এবং কয়েক রাউন্ড গুলি ছুড়ে। সোহাগ আশুলিয়ার গাজীরচট চারাল পাড়া এলাকার হরমুজের ছেলে। এলাকায় ক্ষমতার জানান দিতে সোহাগ তাঁর দলবল নিয়ে মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটায় বলে জানায় এলাকাবাসী।
এলাকাবাসী জানায়,সোহাগ দীর্ঘদিন ধরে স্থানীয় এক জনপ্রতিনিধির ছত্রছায়ায় থেকে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজী, জমি দখল, ছিনতাই সহ বিভিন্ন অসামাজিক অপরাধমূলক কর্মকান্ড সংগঠিত করে আসছিল। তাঁর নিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক ( এসআই) ফজর আলি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পোশাক শ্রমিকের উপর সন্ত্রসী হামলা এবং গুলি করে আহত করার কারনে তাকে তাঁর বাড়ি থেকে সোমবার রাতে আটক করা হয়েছে।