আশুলিয়ায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
একুশে জার্নাল
জানুয়ারি ০১ ২০১৯, ০৩:১৮
আশুলিয়ার জিরাবোর এলাকায় আব্দুল খালেক (৫৮) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ ডিসেম্বর) রাতে দিকে ওই নেতার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত খালেক আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
জানা যায়, জিরাবো এলাকায় নিজ বাড়ির একটি কক্ষে কয়েকজন দুর্বৃত্ত তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, হত্যাকারীদের আটকের প্রক্রিয়া চলছে। এছাড়াও এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।