আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে কর্মহীন দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০৫ ২০২০, ০৬:৫৩

মোঃইয়াসিন, সাভার প্রতিনিধি: করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে ঘরে থাকা মানুষদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে রাজনৈতিক নেতাসহ সমাজের সচ্ছল ব্যাক্তিবর্গ।
থেমে নেই সরকারের তহবিল থেকে ত্রাণ সহায়তা। প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারের আশুলিয়ায় পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ পারভেজ দেওয়ানের নেতৃত্বে দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ সহায়তার ব্যাবস্থা গ্রহণ করা হয়।
শনিবার(৪এপ্রিল) পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও এলাকায় বসবাসরত রিক্সাচালক, ভিক্ষুক, দিনমজুর, গৃহকর্মী ও কর্মহীন মানুষের মাঝে ৫কেজি চাল, ১ কেজি তেল, ১কেজি পেঁয়াজ, ১ কেজি মশুর ডাল, ২ কেজি আলু ও হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ পারভেজ দেওয়ান ও পাথালিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড সদস্য শফিউল আলম সোহাগসহ সকল স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় মোঃ পারভেজ দেওয়ান বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সকলকে সচেতন ও সর্তক থাকতে হবে।
আপনারা অযথা ভয় পাবেন না, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না, সামাজিক দুরত্ব বজায় রাখবেন, ঘন ঘন হ্যান্ডওয়াস দিয়ে হাত ধুবেন ও সর্বদা মাস্ক পরিধান করবেন। স্বাস্থ্য সচেতনতা ও সতর্কতা অবলম্বন করা এবং করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে ত্রাণ বিতরন অব্যাহত থাকবে বলেও আশাব্যাক্ত করেন।
তিনি আরও বলেন, পাথালিয়া ইউনিয়নের কোন লোক খাদ্যের অভাবে যেন কষ্ট না পায় সে লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন।