আশুলিয়ায় গ্রামে গ্রামে ঘুড়ির মেলা
একুশে জার্নাল ডটকম
জুলাই ০৪ ২০২০, ১৯:৩০

মোঃ উজ্জ্বল (আশুলিয়া) প্রতিনিধি;
মহামারি করোনায় ব্যস্ততা কাটিয়ে অবসর যাপন করছে অনেক শ্রমজীবী মানুষ। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্ররা ও বাড়িতে বসে অলস সময় পার করছে। করোনার এই অবসরে বিনোদন হিসেবে ঘুড়ি উঠানোকেই বিনোদন হিসেবে বেছে নিয়েছে আশুলিয়ার গ্রামের কিশোর – যুবকসহ নানা বয়সের মানুষ।
শুধু দিনের বেলাতেই নয়,রাতেও রং বে-রং এর বাতি লাগানো ঘুড়িগুলো আকাশে তারার মতো জ্বলজ্বল করছে। যা সত্যিই মনোমুগ্ধকর। বিভিন্ন বয়সের এবং শ্রেণি পেশার মানুষ বিভিন্ন ধরনের ঘুড়ি তৈরী করছে।অনেকেই আবার নতুন করে শিখছে কিভাবে ঘুড়ি তৈরী করতে হয়। যারা তৈরী করছে পারছে না তারাও অন্যদের কাছ থেকে বানিয়ে নিচ্ছে।এ সুযোগ কাজে লাগিয়ে অনেকের হচ্ছে হাত খরছের সুযোগ, কেউ আবার সংসারের ব্যয় নির্বাহ করছে।
কলেজ পড়ুয়া ছাত্র সাইফুল এর সাথে কথা বললে জানায়,করোনাকালীন সময়ে কলেজ বন্ধ থাকায় সে বিভিন্ন ধরনের ঘুড়ি তৈরী করছে। অনেকে আবার শখের বশে ঘুড়ি তৈরী করতে তার কাছে ছুটে আসছে। এসব ঘুড়ি মধ্যে রয়েছে- চিলা,তেলেঙ্গা, চঙ্গ,বাক্স,মানুষ ঘুড়ি ইত্যাদি।