আশরাফুল হেদায়ার লেখকের ইন্তেকাল: জাকারিয়া নোমান ফয়জীর শোক
একুশে জার্নাল ডটকম
মার্চ ৩১ ২০১৯, ১৬:৪৪
হাবীব আনওয়ার বিশ্ববিখ্যাত দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস, হানাফী মাজহাবের সবচেয়ে গ্রহণযোগ্য ফিকাহ গ্রন্থ “হেদায়া” র ব্যাখ্যাগ্রন্থ ‘আশরাফুল হিদায়া’র লেখক আল্লামা জামিল আহমদ সাকরোডি সাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, হেফজত ইসলাম বাংলাদেশ হাটহাজারী শাখার সাধারণ সম্পাদক ও মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক বিশিষ্ট লেখক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।
আজ রাত ৮ টায় সংবাদ মাধ্যমে প্রেরিত শোকবার্তায় তিনি বলেন, আল্লামা জামিল আহমাদ ছিলেন বর্তমান যুগে হানাফী মাযহাবের দেদীপ্যমান সূর্য। তিনি হেদায়ার মত ঝটিল ও গ্রহণযোগ্য কিতাবের ব্যাখ্যাগ্রন্থসহ অসংখ্য কিতাব লিখে এই উম্মাহর যে উপকার করেছেন তা ভাষায় প্রকাশ করার মত না। তার এই নজিরবিহীন অবদানে শুধু আলেম ওলামা নয়, সর্বস্তরের মানুষ উপকৃত হয়েছেন।উনার শূন্যতা কোনদিন পূরণ হওয়ার নয়। উনার মৃত্যুতে উম্মাহ বিশেষ করে আলেম সমাজ এক অমূল্য রত্ন হারালো।
এসময় তিনি আল্লামা জামিল আহমাদ সাহেবের আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান!