আশরাফুলের জাতীয় দলে ফেরা নিয়ে সাকিবের উক্তি!
একুশে জার্নাল
এপ্রিল ০৬ ২০১৮, ১৫:৩৪
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে দারুন ফর্মে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। টেস্ট ক্রিকেটের সর্ব কনিষ্ঠ সেঞ্চুরিয়ান নিজের জাত চিনিয়ে দিচ্ছেন বার বার। ডিপিএলের এই আসরে ১৩টি ম্যাচে ৫টি সেঞ্চুরি ও ১টি হাফ সেঞ্চুরি করে দারুন ফর্মে আছেন তিনি।
আশরাফুল ভক্তরা তাই জোর আওয়াজ তুলছেন আশরাফুলকে চাই, চায়ের কাপে খেলার মাঠ একটাই প্রশ্ন তাহলে কি আশরাফুল আবারও দলে ফিরবেন? কবে ফিরবেন?
এরই মধ্যে আশরাফুলের এক ভক্ত সাকিবের ফেসবুক লাইভ ভিডিও তে সরাসরি কমেন্ট করেন “আশরাফুল কে জাতীয় দলে ফেরাতে চাই”, কিন্তু অবাক করে দিয়ে সাকিব সেই ভক্তের কমেন্টের জবাবে বলেন যে, ওকে, আপনি চান? তো আপনি চেষ্টা করতে পারেন, আশরাফুলকে জাতীয় দলে ফেরানোর (হাসি)”
উল্লেখ্য গত রবিবার আইসক্রিম প্রোডাক্ট জা এন জি এর ফেসবুক লাইভে ব্রান্ড এম্বাসেডর হিসেবে ছিলেন সাকিব আল হাসান, সাকিব বর্তমানে আইপিএল খেলতে ভারতে আছেন।