আল-হক্ব মুসলিম ট্রাষ্টের উদ্যোগে শতাধিক অসচ্ছল পরিবারের ফুডপ্যাক বিতরণ
একুশে জার্নাল
এপ্রিল ০২ ২০২০, ২২:৪৯

রুহুল আমীন, সিলেট: আল-হক্ব মুসলিম ট্রাস্ট সিলেটের উদ্যোগে শতাধিক অসহায় পরিবারের মাঝে ফুডপ্যাক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে৷
প্রথম দফায় আজ ১ এপ্রিল রোজ বুধবার সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাট মাদরাসায় এই সহায়তা কার্যক্রমের সূচনা হয়৷
সহায়তা প্যাকেজ হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাষ্টের আহবায়ক ও সোবহানীঘাট মাদ্রাসার মুহতামীম হাফিজ মাওলানা আহমদ কবীর আমকুনী। এসময় উপস্থিত ছিলেন শামীমাবাদ মাদরাসার মুহতামিম হাঃ মাওলানা সৈয়দ শামীম আহমদ, সোবহানীঘাট মাদ্রাসার মুহাদ্দিস মুফতী বিলাল উদ্দীন, উস্তাদ মাওলানা ইবরাহীম আলী, আই এফ আই সি ব্যাংকের ম্যানেজার জনাব আলহাজ আব্দুল মুনিম মুন্না, সোবহানীঘাট মাদ্রাসা কমিটির সদস্য আলহাজ এজাজ উদ্দীন, বরায়া বাটুলগঞ্জ মাদ্রাসার উস্তাদ মাওলানা কায়সান মাহমুদ আকবরী।
ট্রাস্টের পরিচালক হাফিজ মাওলানা আহমদ সগীরের সার্বিক ব্যবস্হাপনায় অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন ট্রাস্টের প্রতিনিধি হাফেজ মাওলানা আব্দুল হক মওদূদ, মাওলানা জাফর ইকবাল, মাওলানা আব্দুল জব্বার শামীম, মাওলানা মাহমূদ বিন শফীক চৌধুরী মঞ্জু, হাফিজ জয়নাল আবেদীন, সাজ্জাদুর রহমান রুম্মান প্রমুখ।
মাওলানা সৈয়দ শামীম আহমদ তার বক্তব্যে বলেন, এরকম বৈশ্বিক যেকোনো বিপর্যয়কর পরিস্থিতিতে দেশবরেণ্য আলেম, আমাদের শ্রদ্ধাবাজন মুরব্বী আল্লামা শফিকুল হক আমকুনী রহ. সামাজের কল্যাণমুলক বহুবিদ কর্মকাণ্ডে তার অংশগ্রহণ ছিলো সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। তারই অনুকরণে তার যোগ্য অনুসারী হাফিজ মাওলানা আহমদ কবীর ও হাফিজ আহমদ সগীর সাহেবের ততবধানে আল হক্ব মুসলিম ট্রাষ্ট’র এমন কার্যক্রম সত্যিই প্রশংসার দাবী রাখে। করোনার প্রাদুর্ভাবে অসহায় পরিবারগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য সমাজের বিত্তবানদের প্রতি তিনি আহবান জানান।
সভাপতির বক্তব্যে মাওলানা আহমদ কবীর আমকুনী বলেন, সমাজের প্রতিটি গোষ্ঠী নিজের জাতি ভাইদের জন্য কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। ট্রাষ্টের সদস্যবৃন্দ তরুণ আলেম হওয়ায় সমাজের প্রয়োজন বুঝতে পেরে তাদের এই পরিশ্রম ও মেহনত মাইলফলক হিসেবে বিবেচিত হবে।