প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান (রহ.) প্রতিষ্ঠিত আল জামেয়া কুরআন শিক্ষা বোর্ডের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০৪ ২০২২, ২২:১২
প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান (রহঃ) প্রতিষ্ঠিত আল জামেয়া কুরআন শিক্ষা বোর্ড আয়োজিত রমজান মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৪ এপ্রিল (সোমবার) দুপুর দুই ঘটিকার সময় জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার সিলেট’র মসজিদে বায়তুর রাহমানে আল জামেয়া কুরআন শিক্ষা বোর্ডের মহাপরিচালক, জামেয়া মাদানিয়া ইসলামিয়ার বর্তমান প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা সাহেবের সভাপতিত্বে, এবং যুগ্মমহাসচিব মাওলানা রশিদ আহমেদ সাহেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া দরগাহ সিলেটের সম্মানিত মুহতামিম, শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী দাঃ বাঃ।
এছাড়াও বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার সিলেট’র সদরুল মুদাররিসীন মাওলানা আবুস সুবহান সাহেব দাঃ বাঃ। আল জামেয়া কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা রফিকুল ইসলাম মুশতাক সাহেব। কারী মুখতার সাহেব। কারী বেলাল আহমেদ। মাওলানা মুশারফ হুসাইন। মুফতি আব্দুর রহমান ইউসুফ সাহেব। মাওলানা হারুনুর রশিদ মাওলানা ফাহাদ আমান সহ অন্যান্য উলামায়ে কেরাম।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠান দেশ জাতি, মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।