আল খলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশের ৯ম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ২১ ২০১৯, ১৩:৪৮

কুতবে দাওরান হযরত শায়খে বরুণী রহ.’র দু’আর ফসল আলখলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশের ৯ম কেন্দ্রীয় পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ (২১জুলাই) সকাল নয়টার দিকে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আলখলীল সহ সভাপতি মাওলানা রশীদ আহমদ হামিদীর হাতে ফলাফলের কপি তুলে দেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল গফুর কবীর ও হাফিজ মাওলানা জাবেদ আহমদ। বোর্ডের সহ সহভাপতি মাওলানা রশীদ আহমদ হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের এক বৈঠকে আজ এ ফল ঘোষণা করা হয়। বৈঠকে আরো উপস্থিত ছিলেন মাওলানা সাইফুর রহমান, মাওলানা আদনান আলম হামিদী, মুফতী হিফজুর রহমান ফুয়াদ, হাফিজ মাওলানা শফিউল আলম, হাফিজ মাওলানা আব্দুল বাসিত আরিফ, হাফিজ মাওলানা মিসবাহুদ্দীন যুবায়ের, মাওলানা আনহারুদ্দীন, মুফতী নূর উদ্দীন মুহাম্মদ ইয়াহইয়া, হাফিজ মাওলানা উবায়দুল হক, হাফিজ শামছুল হকপ্রমুখ।

পবিত্র মাহে রমাযানে দেশব্যাপী পরিচালিত প্রায় সাড়ে নয়শ’ কেন্দ্রসমূহের মধ্য হতে কেন্দ্রীয় পরীক্ষায় সনদ জামাতে ৭৮৩ জন ছাত্র/ছাত্রী ফী দাখিল করলেও পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৬০ জন। এতে ৩৭ জন ‘মুমতায’ (স্টার মার্ক), ১৯৮ জন প্রথম বিভাগ সহ মোট উত্তীর্ণ হয় ৫৭৩ জন। এবছর পাশের হার দাঁড়ায় ৭৫.৩৯% । পাশাপাশি খামিছ জামাতে এবছর মোট পরীক্ষার্থী ছিল ১৩৫২ জন। এতে ৬২ জন ‘মুমতায’ (স্টার মার্ক) ও ৩২৫ জন প্রথম বিভাগ পেয়ে উত্তীর্ণ হয় মোট ৯৯৭ জন। খামিসের পাশের হার ৭৩.৭৪%।

এবছর সনদ জামাতে সম্মিলিত মেধাতালিকায় ১ম স্থান অর্জন করেছে মুহা. লুৎফুর রহমান (রোল নাম্বার-২৫৯), জামিয়া লুৎফিয়া হামিদনগর বরুণা। ২য় স্থান অর্জন করেছে মোহাম্মদ তাফাজ্জুল হক (রোল নাম্বার-৩২), জামিয়া লুৎফিয়া হামিদনগর বরুণা। ৩য় স্থানে রয়েছে তাসলিমা আখতার (রোল নাম্বার-৮০৪), হালিমা সা’দিয়া মহিলা মাদরাসা, ভৈরব। এবার খামিছ জামাতে সম্মিলিত মেধাতালিকায় রয়েছে যথাক্রমে প্রথম হয়েছে বুশরা আক্তার (রোল নাম্বার-৫৩১), রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা হবিগঞ্জ; দ্বিতীয় ইসরাত জাহান (রোল নাম্বার-৬৬০), হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসা দৌলতপুর, বানিয়াচং; তৃতীয় মোছাঃ শাকেরা (রোল নাম্বার-১০০৬), পাহাড়পুর খাদেমবাড়ি মহিলা মাদরাসা বিজয়নগর, বি-বাড়িয়া।

[বিস্তারিত জানতে যোগাযোগ]

পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ

আল খলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশ, হামিদনগর বরুণা, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। মোবাইল- +8801776088331]

এছাড়াও পিডিএফ ফাইল থেকে ফলাফল জানতে পারবেন।

 

পিডিএফ লিংক: 

 

      সনদ ফলাফল 

 https://bit.ly/2Y3HrwV

সনদ: মৌলভীবাজার জেলা https://bit.ly/2Z8k7zC

সনদ: হবিগঞ্জ জেলা https://bit.ly/32F4kug

সনদ: সুনামগঞ্জ জেলা https://bit.ly/2SsUkzB

সনদ: সিলেট জেলা https://bit.ly/2Y3HrwV

সনদ: অন্যান্য জেলা https://bit.ly/2JII0Z6

    খামিস ফলাফল 

 https://bit.ly/2JPZcuy

খামিস: মৌলভীবাজার জেলা https://bit.ly/2SsVZos

খামিস: হবিগঞ্জ জেলা https://bit.ly/2Z3WxDM

খামিস: সিলেট জেলা https://bit.ly/30THeyn

খামিস: সুনামগঞ্জ জেলা https://bit.ly/2JUl1ZU

খামিস: অন্যান্য জেলা https://bit.ly/2O8XgTj