আল আমিন সংস্থার তাফসীর মাহফিল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২৬ ২০১৯, ১৮:১৯

হাবীব আনওয়ার: গতকাল (২৫ আক্টোরব, ২০১৯) শুক্রবার বাদ মাগরিব আল আমিন সংস্থার কার্যালয়ে আসন্ন ২৭, ২৮ ও ২৯ নভেম্বর ২০১৯ বুধ, বৃহস্পতি ও শুক্রবার ৩দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল সফল করার লক্ষ্যে মাহফিল ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও কার্যকরী পরিষদের সিনিয়র সহ সভাপতি মাওলানা মুহাম্মদ আনাস মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মাহফিল ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সচিব ও কার্যকরী পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা ইবরাহীম খলিল সিকদারের শুভেচ্ছা বক্তব্য ও সঞ্চলনায় এবং সাহিত্য সম্পাদক মাওলানা হাফেজ রিজোয়ান আরমানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভায় মাহফিলের রূপরেখা উপস্থাপন করেন ব্যবস্থাপনা কমিটির সচিব ও কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ।

মাহফিল বাস্তবায়নে দিকনির্দেশনামূলক বক্তব্য পেশ করেন আল আমিন সংস্থার সম্মানিত উপদেষ্ঠা ও দারুল উলুম হাটহাজারীর অন্যতম মুহাদ্দিস মাওলানা ওমর কাসেমী, আল আমিন সংস্থার সম্মানিত সভাপতি ও ফতেপুর মাদরাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, রাউজান বদুপাড়া মাদরাসার পরিচালক ও উপদেষ্টা মাওলানা আহমদ শফী, দারুল উলুম হাটহাজারীর সিনিয়র শিক্ষক যথাক্রমে মাওলানা মুহাম্মদ, মুফতি রাশেদ,মাস্টার জাহিদ হোসাইন,গড়দুয়ারা মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলনা আবদুস ছমি, ফতেপুর মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা শোয়াইব, মুফতি সোলাইমান,সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুল হক বাবু, সহ সম্পাদক মাওলানা জাহেদুল্লাহ খান, মাওলানা শফিউল আলম,অর্থ সম্পাদক মাওলানা হাফেজ গাজী শফিউল আজম ,মাওলানা জুনায়েদ জওহর,হাফেজ আনোয়ার, এমএ রহীম শাহ, মাওলানা আবুল হাশেম, জনাব আলী আজম, মাওলানা আলমগীর, মাওলানা এরশাদউল্লা সিকদার প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন আগামী ২৭-২৯ নভেম্বর হাটহাজারীতে অনুষ্ঠিতব্য ৩দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অতীতের চেয়ে আরো বেশী গুরুত্ববহন করে। এবারের মাহফিলে বাংলাদেশের খ্যতিমান ও জননন্দিত এবং জনপ্রিয় প্রায় সকল উলামাগণ উপস্থিত থাকবেন যা পুরো দেশের জন্য একটি বিরল ও ঐতিহাসিক বিষয়। এতো খ্যাতিমান উলামা মাশায়েখ একই মঞ্চে বয়ান করবেন যা চট্টলাবাসীর জন্য সৌভাগ্যের ব্যাপার। বক্তাগণ আরো বলেন এত বিশাল মাহফিল আঞ্জাম দেওয়া ব্যয় সাপেক্ষ তাই সকলকে মাহফিলের দাওয়াত, প্রচারের পাশাপাশি অর্থের যোগানের প্রতি গুরুত্ব দেওয়ার আহবান জানান।