আল আমিন সংস্থার তাফসির মাহফিলকে ঘিরে ব্যাপক প্রস্তুতি উত্তর চট্টলায়

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ১০ ২০২০, ১৩:৫৩

হাবীব আনওয়ার: উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থা’র উদ্যোগে আগামী ২৫,২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য ৩ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল সফল করতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন, সংস্থার নেতৃবৃন্দ।

সরেজমিনে গিয়ে দেখা যায় সংস্থার নেতৃবৃন্দ মাহফিলকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন। রাস্তার মোড়ে মোড়ে দৃষ্টিনন্দন ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে। এছাড়াও মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে হ্যান্ডবিল। লোকমুখে প্রসিদ্ধ আছে যে, উত্তর চট্রগ্রামে আল আমিন সংস্থার মাহফিল সবচেয়ে বড় ও ধর্মপ্রাণ মুসুল্লিদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

আল আমিন সংস্থা সেক্রেটারির আহসান উল্লাহ জানান, আল আমিন সংস্থা দীর্ঘ সময় ধরে তাফসিরুল কুরআন মাহফিল করে আসছে। ইনশাআল্লাহ! এবছরও তাফসিরুল কুরআন মাহফিল সফল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তবে এবছর তাফসিরুল কুরআন মাহফিলের পাশাপাশি দেশের শীর্ষ আলেম, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. জিরি মাদরাসার সাবেক পরিচালক আল্লামা শাহ তৈয়্যেব রহ. ও নাজিরহাট মাদরাসার আল্লামা ইদ্রিস রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভাও হবে। এসময় তিনি মাহফিলকে সফল করতে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার সাহায্য ও দেশবাসীর দুআ এবং সহযোগিতা কামনা করেন।

এদিকে মাহফিলকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কারণ জানতে চাইলে হাটহাজারী বাজারের এক মুদি দোকানী বলেন, অন্য সব মাহফিল থেকে আল আমিন সংস্থার মাহফিল এক ও অভিন্ন। এখানে দেশের প্রায় সব শীর্ষ আলেমগণ উপস্থিত হোন। এবং সকলের প্রিয় বক্তাগণ উপস্থিত থাকেন। যার কারণে সবার মাঝে বিশেষ একটা আগ্রহ কাজ করে।

আল আমিন সংস্থা কতৃক প্রকাশিত তালিকায় দেখা যায় ৩ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মুজাহিদে মিল্লাত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। এছাড়াও হাটহাজারী মাদরাসার মজলিসে এদারীর সদস্য আল্লামা শেখ আহমদ, আল্লামা ইয়াহিয়া, হেফাজত মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী, পটিয়া মাদরাসার পরিচালক আল্লামা আব্দুল হালিম বুখারী, বসুন্ধরা রিচার্জ সেন্টারের পরিচালক আল্লামা আরশাদ রহমানী, মেখল মাদরাসার পরিচালক আল্লামা নোমান ফয়জী, নানুপুর মাদরাসার পরিচালক আল্লামা সালাউদ্দিন নানুপুরী,আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, আল্লামা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়্যুবী, মাওলানা আব্দুল বাসেত খাঁন সিরাজী, মাওলানা হাসান জামিল, ড.আ ফ ম খালেদ হুসাইন, বাংলার তারেক জামিল খ্যাত মুফতী নজরুল ইসলাম কাসেমী, মুফতী মুশতাকুন্নবী, মাওলানা খোরশেদ আলম কাসেমী, মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা হামেদ জাহেরী,মাওলানা রাফি বিন মুনির, মাওলানা ইসমাঈল খান, মাওলানা আনিসুর রহমান, মাওলানা গাজী সানাউল্লাহ, মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী, ক্বারী সাইদুল ইসলাম আসাদ প্রমুখ উপস্থিত থাকবেন।