আল্লাহর দ্বীনের জন্য নিজেদের সবকিছু বিলিয়ে দেবার মানসিকতা তৈরী করতে হবে — অধ্যাপক আব্দুল কাদির সালেহ

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১৭ ২০১৯, ১৭:৫৮

একুশে জার্নাল লন্ডন: সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন বলেই দিকেদিগন্তে ইসলাম একটি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। বিগত ১৬ সেপ্টেম্বর, রোজ সোমবার খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা আয়োজিত এক তারবিয়া মজলিসে সংগঠনের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব তার মূল আলোচনায় উপরোক্ত কথাগুলি বলেন। তিনি আরো বলেন, ব্যক্তিগত আমল আর ইতিবাচক মানসিকতার প্রবৃদ্ধির মাধ্যমে সমাজ গঠনে এগিয়ে আসলে একসময় তা সামষ্টিক বিপ্লবে পরিণত হয়। উপস্থিত ডেলিগেটদরকে তিনি সাহাবায়ে কেরামের জীবনী পাঠ করার তাকিদ প্রদান করে বলেন, একজন মুসলমানের কখনও নির্জীব বসে থাকার সুযোগ নেই।

সন্ধ্যা ৮ টা থেকে শুরু হওয়া উক্ত তারবিয়া মজলিসের শুরুতেই উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা শওকত আলী। দারসে কুরআন পেশ করেন যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক জনাব মাওলানা শাহ মিজানুল হক।

লন্ডনস্থ নির্বাহী এবং লন্ডন, কেম্ব্রিজ ও লুটন শাখার বাছাইকৃত ডেলিগেটদের নিয়ে আয়োজিত উক্ত তারবিয়া মজলিসে কর্মীদের পারষ্পরিক সম্পর্ক বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন, যুক্তরাজ্য শাখার মুহতারাম সভাপতি মাওলানা সাদিকুর রহমান। প্রোগ্রাম পরিচালনা করেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক আব্দুল করিম উবাইদ ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা তাইয়িদুল ইসলাম।

পরে ইহতেসাব ও সভাপতির মুনাজাতের মাধ্যমে তারবিয়া মজলিসের সমাপ্তি ঘোষণা করা হয়।