আল্লামা হোসাইন আহমদ বারকোটি’র ইন্তেকাল

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১২ ২০১৮, ০৪:৩০

গোলাপগঞ্জ প্রতিনিধি: দেশের প্রখ্যাত আলেমেদ্বীন , ছদরে এদারা, সিলেটের সর্বজন শ্রদ্ধেয় উস্তাদুল আছাতিজা, সিলেটস্থ কওমি শিক্ষাবোর্ড আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের সাবেক সভাপতি শায়খুল হাদিস আল্লামা হুসাইন আহমদ বারকুটি হুজুর আর নেই । ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত ১১:৪৫ মিনিটের সময় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

আল্লামা বারকোটি দীর্ঘদিন থেকে অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র  ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন, ভক্তঅনুরাগী রেখে গেছেন।

তাঁর মৃর্ত্যুর খবর শুনে সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম আল্লামা বারকোটি’র মৃর্ত্যতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে
বলেন একে একে সিলেট থেকে আমাদের কাছ থেকে আলেমে দ্বীন বিদায় হচ্ছেন, তাদের শুন্যতা কোনদিন পূর্ণ হবার নয় আমরা দিন দিন অভিবাবকহীন হয়ে পড়ছি।
আজ রোববার(১২ আগস্ট) বাদ আসর গোলাপগঞ্জের বারকোট মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্টিত হবে।