আল্লামা হাবিবুর রহমান রহঃ স্মরণে বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর আলোচনা সভা ও দোয়া মাহফিল
একুশে জার্নাল
নভেম্বর ০১ ২০১৮, ০৩:০৩
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আপোসহীন সংগ্রামী জননেতা প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহঃ স্মরণে বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরী শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ২৮ অক্টোবর রাতে পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া,ইনসাফ টোয়েন্টিফোর ডটকমের পরিচালনা পর্ষদের সদস্য ও মাইল্যান্ড মসজিদে ইমাম ও খতিব মাওলানা নাজির উদ্দিন,লাইম হাউস মসজিদে ইমাম ও খতিব মাওলানা শাব্বির আহমদ,পপলা শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ শাব্বির আহমদ,যুক্তরাজ্য শাখার সহ সাধারন সম্পাদক মুফতি ছালেহ আহমদ,মাওলানা নাজিম উদ্দীন,নির্বাহী সদস্য মাওলানা মিছবাহুজ্জামান হেলালী,বিশিষ্ট আলেম মাওলানা মাহমুদুল হাসান,বাংলাদেশ খেলাফত মজলিসের প্রবীণ নেতা সাবেক মেম্বার মাওলানা আব্দুল আজিজ,কমিউনিটি ব্যাক্তিত্ব শিক্ষাবীদ মাস্টার আমীর উদ্দিন,মাস্টার মিছবাহ উদ্দিন,আলহাজ্ব জিল্লুল হক।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামেয়া মাদানীয়া ইসলামীয়া কাজিরবাজার মাদ্রাসার আল ইসলাহ ছাত্র সংসদের সাবেক জি এস হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন,বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরী শাখার সহ সভাপতি মাওলানা আরমান আলী,সহ সাধারন সম্পাদক মুফতী মাওলানা সালাতুর রহমান মাহবুব,বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আলী,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শামসুল হুদা,নির্বাহী পরিষদের সদস্য হাফিজ মাওলানা নোমান আহমদ হামিদী,টাওয়ার হ্যামলেটস শাখার সহ সভাপতি মাওলানা মুহি উদ্দিন খান,সাধারণ সম্পাদক মাওলানা আল আমীন,প্রমূখ।এছাড়া অন্যান্যদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের নেতা মাওলানা শামসুল হক ছাতকী,সিলেট দরগাহ মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি হুজুর এর সাহেবজাদা মাওলানা নাজমুল হক জাহেদ,মাওলানা কবির আহমদ সহ লন্ডনের বিভিন্ন মসজিদে ইমাম,খতিব,বিভিন্ন রাজনৈতিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহঃ এর জীবনীর উপর আলোচনা করতে গিয়ে নেতৃবৃন্দ বলেছেন,তিনি ছিলেন ইসলাম প্রিয় জনতার বিপ্লবী এক পুরুষ।তাহার জীবনের সোনালী স্বপ্ন ছিল আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা। আর এ জন্য আমৃত্যু কাজ করে গেছেন।নেতৃবৃন্দ আরো বলেছেন,প্রিন্সিপাল হুজুর রহঃ ছিলেন ইসলাম বিদ্ধেষী নাস্তিক মুরতাদের আতঙ্ক। দেশ জাতি ও মুসলিম উম্মাহর দরদী এক নেতা। দ্বীন ইসলামের কাজ করতে যেয়ে জেল জুলুম নির্যাতন হাসি মুখে সহ্য করেছেন।তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক,বিজ্ঞ রাজনৈতিক নেতা,লেখক ও গবেষক।দ্বীন ইসলাম ও মুসলিম উম্মাহের কল্যাণে তাহার এই সকল অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
পরিশেষে প্রিন্সিপাল হুজুর রহঃ দরজা বুলন্দির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীন এর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।