আল্লামা হবিগঞ্জীর ইন্তেকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর শোক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ০৫ ২০২০, ২২:৩৪

দেশ বরেণ্য আলেমে দ্বীন শায়খুল হাদীস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক-হবিগঞ্জী ইন্তেকাল করেছেন।
রবিবার বিকেলে অসুস্থ অবস্থায় তাঁকে সিলেটে হাসপাতালে আনার পথে শেরপুর নামক স্থানে তিনি মারা যান। র্দীঘদিন ধরে তিনি হৃদরোগে ভূগছিলেন।
এর আগে কয়েক দফা সিলেট ও ঢাকায় চিকিৎসার পর তিনি সুস্থ্য হয়ে উঠেছিলেন। আজ (রবিবার) সকালে হঠাৎই তিনি অসুস্থ পড়েন। অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট আনার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসা হবিগঞ্জের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা হাফেজ তাফাজ্জুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী মরহুম শায়খুল হাদীস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক-হবিগঞ্জীর রূহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।