আল্লামা হবিগঞ্জীর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের শোক
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ০৫ ২০২০, ২১:৩০

বাংলাদেশ বেফাক বোর্ডের অন্যতম সহ-সভাপতি, উমেদনগর মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস, সিলেটের জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শায়খুল হাদিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, দেশবরেণ্য আলেম, খলিফায়ে হযরত শায়খে রেঙ্গা রাহ. আল্লামা তাফাজ্জল হক হবিগঞ্জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন বলেন, আল্লামা হবিগঞ্জী রহ. ছিলেন ইসলাম ও মুসলিম জাতির একজন দরদি অভিভাবক ও বিপ্লবী প্রাণ পুরুষ৷ তাঁর ইন্তেকালে জাতি আজ মুসলিম মিল্লাতের একজন মহান কিংবদন্তি অভিভাবককে হারিয়েছে৷
জাতীয় ও স্থানীয়ভাবে ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে এবং সকল প্রকার অন্যায়, অশ্লিলতা ও ইসলাম বিরুধী অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে তিনি গর্জে উঠতেন এবং জাতিকে জাগিয়ে তুলতেন৷ ইসলামের মহান এ খাদিম ও মুসলিম উম্মাহর দরদী অভিভাকের বিদায়ে আমরা এবং পুরো দেশবাসী আজ গভীরভাবে শোকাহত৷
শোকসন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতিতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
উল্লেখ্য, আজ রোববার বিকাল সাড়ে চারটার দিকে হবিগঞ্জ থেকে সিলেটে হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন বর্ষীয়ান শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী।