আল্লামা হবিগঞ্জীর অবস্থা আশঙ্কাজনক: দেশবাসীর কাছে দোয়া কামনা

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২৯ ২০১৯, ১৮:৩১

হার্টের সমস্যার কারণে গত বুধবার রাতে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছিল দেশের শীর্ষস্থানীয় ও প্রবীণ শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীকে। কিন্তু গত তিনদিনেও তাঁর অবস্থার কোনো উন্নতি না হলে আজ রোববার মাউন্ট এডোরার চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিকাল সাড়ে তিনটার দিকে হেলিকপ্টার যোগে তাঁকে ঢাকা নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তাঁর নাতি হাফেজ মাওলানা রাইয়ান খাদেম।

হাফেজ রাইয়ান খাদেম একুশে জার্নালকে জানান, গত কয়েক সপ্তাহ ধরে তাঁর হার্টে জটিল সমস্যা দেখা দিয়েছে। এমনিতে সুস্থ, কিন্তু মাঝেমাঝেই হঠাৎ করে তাঁর হার্টবিট উচ্চমাত্রায় বেড়ে যায় এবং তারপরেই একদম থেমে যায়।

গত বুধবার সিলেটের রেঙ্গা মাদরাসায় সারাদিন বুখারি শরিফের দরসপ্রদান শেষে রাতে হঠাৎ করে এই সমস্যা গুরুতর হয়ে দেখা দেয়। তৎক্ষণাৎ তাঁকে মাউন্ট এডোরার আইসিইউতে ভর্তি করা হয়। পরে হার্টবিট স্বাভাবিক হলে সিসিইউতে নিয়ে আসা হয়।

তিনি বলেন, কিন্তু গত তিনদিনে এই সমস্যা আরও বেশ কয়েকবার দেখা দিয়েছে। মাউন্ট এডোরার চিকিৎসকরা বোর্ড গঠন করে মিটিং করেও এর কোনো সুরাহা করতে পারেননি। তাই আজ তাঁরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হসপিটালে তাঁকে রেফার করেছেন।

বিকাল সাড়ে তিনটার দিকে হেলিকপ্টার যোগে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। সাথে আছেন তাঁর সন্তানগণ।

বর্তমানে তাঁর হার্টবিট ২৩৫, যা একজন জীবিত মানুষের বেলায় কল্পনা করা যায় না।

মাওলানা রাইয়ান খাদেম তাঁর পরিবারের পক্ষ থেকে দেশের প্রবীণ শায়খুল হাদিসের দ্রুত সুস্থতা ও নিরাময়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।