আল্লামা সৈয়দ মজিবুর রহমান পেশওয়ারীর ইন্তেকালে লুটন খেলাফত মজলিসের শোক
একুশে জার্নাল
এপ্রিল ১৪ ২০২০, ২০:১১

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর, বর্ষীয়ান রাজনীতিবিদ আল্লামা সৈয়দ মুজিবুর রহমান পেশওয়ারী আজ ১৪ এপ্রিল ২০২০ বিকাল ৪টায় টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন।
হযরত দীর্ঘ দিন যাবৎ পাকস্থলির সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে হযরতের বয়স হয়েছিলো ৭০বছর। তিনি আমৃত্যু খেলাফত ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করেছেন। খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন বুকে নিয়েই আজ তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। হজুরের ইন্তেকালে আমরা রাজপথের লড়াকু একজন তুখোর রাজনীতিবিদ ও অভিভাবক কে হারালাম।
বর্ষীয়ান এ রাজনীতিবিদ অনেক আকাবিরের সাথী ছিলেন। তিনি ছিলেন তরতাজা এক বৃদ্ধ যুবক। কর্মীবান্ধব এ নেতা অধীনস্থদের দুঃখে-শোকে পাশে থাকতেন। একটি ইসলামী সমাজ ব্যবস্থা দেখার আকুলতা ছিলো তাঁর গোটা সত্বাজুড়ে। তিনি তাঁর যৌবন থেকে আমৃত্যু খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করেছেন।
আজ বাদ এশা টাঙ্গালের মির্জাপুর গোরাইলে হুজুরের প্রতিষ্ঠিত মসজিদ-মাদরাসা প্রাঙ্গণে জানাজা শেষে গোরাইলস্থ পারিবারিক গোরস্তানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
হুজুরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস লুটন ইউ’কে শাখার সভাপতি মুফতি মাসরুর আহমদ বুরহান ও শাখা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ।
শোক বার্তায় নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে হুজুরের সারাজীবনের আন্দোলন সংগ্রাম ত্যাগ ও কুরবানীকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করেন এবং শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।