আল্লামা শায়খ নোমানের ইন্তেকালে লন্ডন মহানগর জমিয়তের দোয়া মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল
সেপ্টেম্বর ১২ ২০১৮, ১৮:০২
লন্ডন অফিস: গত ১১ সেপ্টেম্বর মঙ্গলবার মারকাজুল উলুম লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর অন্যতম উপদেষ্টা, শায়খুল ইসলাম মাদানী রহ.’র এর বিশিষ্ট খলীফা, প্রখ্যাত আলেমে দ্বীন,আল্লামা শায়খ নোমান রহ.’র ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । লন্ডন মহানগরের সহ সভাপতি মাওলানা সৈয়দ নাঈম আহমদ এর সভাপতিত্বে ও লন্ডন মহানগর জমিয়তের সেক্রেটারী মাওলানা শামছুল আলম কিয়ামপুরীর পরিচালনায় দোয়া মাহফিলে
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ,সহ সভাপতি মাওলানা আব্দুল মজিদ, জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহ ট্রেজারার মুফতি মুতাহির সিদ্দীক,অফিস সম্পাদক মাওলানা ফখরুদ্দীন বিশ্বনাথী, লন্ডন মহানগরের সাংঘঠনিক সম্পাদক সৈয়দ রিয়াজ আহমদ,ট্রেজারার হাফীজ মাওলানা রশীদ আহমদ।
এদিকে আগামী ১৬ সেপ্টেম্বর রবিবার বিকাল ৬ ঘটিকার সময় পূর্ব লন্ডনের ফোর্ডস্কোয়ার মসজিদে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে আয়োজিত ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রসেনা ,জমিয়তে উলামায়ে হিন্দের সাবেক সভাপতি শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ. স্বরণে “শায়খুল ইসলাম কনফারেন্স” অনুষ্ঠিত হবে।
কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী। এছাড়াও বৃটেনের শীর্ষ উলামা মাশায়েখ, রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ আলোচনায় অংশ গ্রহণ করবেন।
বৈঠকে সেমিনার সফলের লক্ষ্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবং সর্বাত্মক সফল করার জন্য সকলের প্রতি উদাত্ব আহবান জানান।