আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার শোক
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ১৮ ২০২০, ২৩:২২
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সাবেক মহাপরিচালক দেশের অন্যতম প্রবীণ শীর্ষ আলেম শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক ও সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদ।শোক বার্তায় নেতৃদ্বয় বলেছেন, আল্লামা শাহ আহমদ শফি ছিলেন একজন আধ্যাত্বিক রাহবার ও প্রখ্যাত হাদীস বিশারদ। আমৃত্যু দ্বীন ইসলাম ও মুসলিম উম্মাহের সার্বিক কল্যাণে কাজ করে গেছেন।
তিনি নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনে আপসহীন সিপাহসালার ছিলেন।তাহার ইন্তেকালে মুসলিম উম্মাহ তাদের প্রিয় রাহবারকে হারালো। তাহার সকল অবদান দেশ জাতি ও মুসলিম উম্মাহ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। নেতৃদ্বয় তাহার রুহের মাগফিরাত কামনা এবং শোক সনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।