আল্লামা শফীর জানাজা নিয়ে জগলুল হায়দারের কবিতা: অবাক জানাজা
একুশে জার্নাল
সেপ্টেম্বর ২৪ ২০২০, ১১:০৫
অবাক জানাজা
জগলুল হায়দার
জানাজায় মিলে ভালোবাসা আর জানাজায় মিলে দোয়া
জানাজায় থাকে নিরবে নিরবে সজল প্রাণের ছোঁয়া।
জানাজা এমন কজনের মিলে ইতিহাসে দ্যাখো চেয়ে
লক্ষ লক্ষ আবাবিলে গেছে এই জানাজা ছেয়ে।
জানাজা ছিল লিংকন খোমেনির কিম্বা তো সেই হুগো
জানাজায় দ্যাখো প্রেমের নিশান বিদ্বেষে যারা ভুগো।
এমন জানাজা খুব বেশি নাই বাংলার মাটি জানে
শফী হুজুরের জানাজায় খোদা মানুষ যতো আনে।
শেষদিনে তার এই জানাজার থাকলো তো শেষ সাক্ষ্য
কামেল তিনি প্রচারে সফল দীনের কালাম-বাক্য।
কালেমা শা’দাত মন্ত্র মুখে কাঁদিলো স্বজন বর্গ
লাখো মানুষের দোয়ায় খোদা নসীব করো স্বর্গ।
*ছবি: ইন্টারনেটে থেকে নেয়া, আল্লামা আহমদ শফীর জানাজার একাংশ।