আল্লামা যোবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে খেলাফত মজলিস যুক্তরাজ্যের শোক

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৯ ২০২০, ০৯:৩৮

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর, মুফাসসিরে ক্বোরআন, বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা যোবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
শাখার সভাপতি মাওলানা সাদিকুর রাহমান, সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক ও বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম বলেন, আল্লামা যোবায়ের আহমদ আনসারী আজ ১৭ এপ্রিল ২০২০, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬,২০ ঘটিকায় বিবাড়ীয়া তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করায় গভীর শোক প্রকাশ করেন।

শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তিনি খেলাফত প্রতিষ্ঠার লক্ষে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেগেছেন। তাঁর ইসলামী শিক্ষা সম্প্রসারে ও দ্বীনের আন্দোলনের প্রয়োজনে বিশেষ অবদান রেখেছেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট মুফাসসিরে ক্বোরআন, দেশ বিদেশে তার অসংখ্য শুভাকাংঙ্কী ও ভক্ত রয়েছে। তাঁর মৃত্যুতে দেশ একজন ইসলামী রাজনীতিবিদ ও একজন মুফাসসির কে হারালো যা একবিরাট অপূরণীয়!

নেতৃবৃন্দ আল্লামা আনসারীর শোক সন্তপ্ত পরিবার পরিজন, অগনিত শুভাকাংঙ্কীর প্রতি সমবেনা জ্ঞাপন করেছেন। পরিশেষে, আল্লাহ তা’লার দরবারে মরহুমের জন্য জান্নাতুল ফেরদাউসের উচ্চো মকাম কামনা করেন।