ড. জসিম নদভীর ইন্তেকালে বাবুনগরীর শোক
একুশে জার্নাল
এপ্রিল ০৯ ২০১৯, ১২:৪৩

ইন’আমুল হাসান ফারুকী
হযরত আল্লামা সুলতান যওক নদভীর জামাতা ও
জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার সহকারী পরিচালক ডঃ মাওলানা জসিম উদ্দিন নদভীর ইন্তেকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী শোক প্রকাশ করেন।
আজ ৯ এপ্রিল এক শোক বার্তায় আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন ডঃ জসিম উদ্দিন নদভী আমার খুব স্নেহের ছিলেন একাধারে একজন আরবি সাহিত্যিক,লেখক ছিলেন।আমি মনে করি উনি একজন সৌভাগ্যবান ব্যক্তি উমরাহ পালন করতে গিয়ে মক্কায় উনার মৃত্যুবরণ হয়েছে।
আল্লামা বাবুনগরী আরো বলেন জসিম উদ্দিন নদভী ছিলেন হযরত আল্লামা সুলতান যওক নদভীর আসার আলো তার ইন্তেকালে সুলতান যাউক নদভীর সাথে সাথে আমি নিজেও মর্মাহত।আমি দোয়া করি আল্লাহ যেন হযরত আল্লামা সুলতান যাউক সাহেবের হায়াতে তাইয়্যেবাহ দান করেন এবং তার ছায়া আমাদের উপর বটবৃক্ষ স্বরূপ দীর্ঘ করেন।
আল্লামা জুনায়েদ বাবুনগরী মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন,মহান প্রভুর দরবারে আমি দুআ করি, আল্লাহ তাআলা তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ
স্থান দান করুন,তার পরিবারবর্গকে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন, আমিন।