আল্লামা মাহমুদুল হাসান বেফাকের সভাপতি নির্বাচিত
একুশে জার্নাল
অক্টোবর ০৩ ২০২০, ১৬:০৮
একুশে জার্নাল ডেস্ক: আল্লামা আহমদ শফী রহ.-এর ইন্তেকালের পর বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন যাত্রাবাড়ী মাদরাসার মোহতামিম মাওলানা মাহমুদুল হাসান। এখন পর্যন্ত এব্যাপারে বেফাকের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্ভরযোগ্য একাধিক সূত্র ইসলাম টাইমসকে এতথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, গঠনত্রন্ত্র অনুযায়ী বেফাকের সভাপতির পাশাপাশি কওমি মাদ্রাসার সরকার স্বীকৃত সর্বোচ্চ সংস্থা ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর চেয়াম্যানের দায়িত্বও পালন করবেন তিনি।
আজ (২ অক্টোবর) সকাল থেকে ১০ টা থেকে শুরু হয় বেফাকের আমেলার বৈঠক। রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় বেফাক অফিসের পাশে ‘শাহজালাল কনভেনশন সেন্টার’ এ আমেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দস। কিছুদিন আগে বেফাকের মহাসচিবের দায়িত্ব থেকে তিনি পদত্যাগ করার গুঞ্জন শোনা গেলেও আজ এব্যাপারে কোন সিদ্ধান্ত হয়েছে বলে এখনো জানা যায়নি।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন বেফাকের সহসভাপতি মুফতি ওয়াক্কাস।
সঙ্গে ছিলেন খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা নূরুল ইসলাম জিহাদী, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের মাদ্রাসায়ে নূরে মদিনার মুহতামিম আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী ও ঢালকানগর মাদ্রাসার মুহতামিম আল্লামা জাফর আহমদ।
আজকের বেফাকের আমেলা বৈঠকে উপস্থিত ছিলেন, বেফাকের সহ-সভাপতি মাওলানা নুর হোসাইন কাসেমী, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামীদ, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা জুনায়েদ বাবুনগরী, মাওলানা আব্দুল বারী ধর্মপুরী, মাওলানা শায়খ জিয়াউদ্দীন, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা আব্দুল হক, বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মুফতি আহমদ আলী, মাওলানা আব্দুর রশীদ, নুর আহমদ কাসেম, মুফতি মিজানুর রহমান সাঈদ, ঢালকানগরের মাওলানা জাফর আহমদ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করীম, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফিজ্জী, বরিশালের মাওলানা উবায়দুর রহমান মাহবুব, আরজাবাদের মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, জামিয়া সাহাবানিয়ার মাওলানা নেয়ামাতুল্লাহ, মাদারীপুরের মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী, বেফাকের সহকারী মহাসচিব মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা নূরুল আমিন, মাওলানা কেফাযেতুল্লাহ আজহারী, মাওলানা মুবারাকুল্লাহ, বেফাকের কোষাধ্যক্ষ মুফতি মুনীরুজ্জামান, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী প্রমূখ।