আল্লামা বাবুনগরী গৃহবন্দী এমন খবর মিথ্যা গুজব

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৭ ২০১৮, ০৫:২২

হেফাজতে ইসলাম'র আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী

 

হাবীব আনওয়ার: হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী গত ৪ই অক্টোবার সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদরাসার সর্বোচ্চ বোর্ড আল হাইয়াতুল উলইয়ার উদ্যোগে অনুষ্ঠিত ‘শোকরানা মাহফিল’-এ মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ‘২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে কেউ হতহত হয় নি’ বলে যে বক্তব্য দিয়েছিলেন, তার প্রতিবাদ করার পর থেকে একটি কুচক্রী মহল ফেতনা ছাড়ানোর হীন উদ্দেশ্য নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যম ‘ফেসবুকে’ ভুয়া আউডি খুলে আল্লামা জুনাইদ বাবুনগরীকে গৃহবন্দী করা হয়েছে বলে যে খবর প্রচার হচ্ছে তা মিথ্যা ও বিভ্রান্তিকর।

এ ব্যপারে নাম প্রকাশে অনিচ্ছুক হুজুরের জনৈক খাদেম জানান, একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবত হুজুরকে বিভিন্ন ভাবে নাজেহাল করার হীন চক্রান্তে লিপ্ত আছে।তারা বিভিন্ন সময় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে হুজুরের বিরুদ্ধে মিথ্যা, বানায়ট গুজুব ছড়িয়ে পরিবেশকে উত্তপ্ত করার হীনচেষ্টা করছে।

তারই ধারাবাহিকরায় গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘হুজুরকে গৃহবন্দী ‘করা হয়েছে বলে খবর প্রচার করছে।যা সম্পুর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।

তিনি আরো বলেন,হুজুর সুস্থ আছেন।হুজুরকে গৃহবন্দী বা নজরবন্দী কোনটাই করা হয়নি।হুজুর নিয়মিত ক্লাস করাচ্ছেন।হুজুরের শুভানুধ্যায়ীরাও দেখা-সাক্ষাত করছেন।তাই কেউ গুজবে কান দিবেন না।