আল্লামা বাবুনগরী ও শেখ আহমদের সাথে ইসলামী আন্দোলন ওমান নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
একুশে জার্নাল ডটকম
জুন ১৯ ২০১৯, ০০:১১
ইবনে সালেহ, বিশেষ প্রতিনিধি:- গতকাল (১৮জুন) মঙ্গলবার ইসলামী অান্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের সাথে হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কারানির্যাতিত মজলুম জননেতা আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী ও দারুল উলূমের সিনিয়র মুহাদ্দিস অাল্লামা শেখ অাহমদ সাহেবের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন।
এসময় আল্লামা বাবুনগরী সকলের শারীরিক ও প্রবাসের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাঙ্গালীদের হালত পূরসি করেন। প্রতিনিধিদের মধ্যে ছিলো, ইসলামী অান্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাওলানা মীর অাহমেদ মিরু, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সাংবাদিক মাওলানা আজগর সালেহী, ওমানস্থ কুরিয়াত শাখার সহ সভাপতি মাওলানা নুরুল অালম, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক অালহাজ্ব মুহাম্মদ ফোরকান সিকদার, ফেনী সদর শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি সানাউল্লাহ সায়মন এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলন হাটহাজারী সাংগঠনিক জেলার সভাপতি মুহাম্মদ অামিরুল ইসলাম প্রমূখ।
সাক্ষাতকালে হযরত বাবুনগরী দীর্ঘসময় আরব দেশ সমূহের বর্তমান শাসকগোষ্ঠী এবং তাদের সাথে ইহুদি খৃস্টানদের সখ্যতা সহ পৃথিবী ব্যাপী মুসলিম নির্যাতন এবং উত্তরণের উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এসময় তিনি ওমানে ইসলামী অান্দোলনের কার্যক্রমের ব্যাপারেও খোঁজ নেন। এবং বাতিলের সাথে আপোষ না করে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং বাতিলের সাথে অাপোষকারী ইসলামী রাজনীতির সমালোচনাও করেন। এসময় প্রতিনিধিদের পক্ষ থেকে সংগঠনের সিনিয়র নায়েবে অামীর অাল্লামা মুফতি ফয়জুল করিম শায়খে চরমোনাই হুজুরকে সালাম দিয়েছেন বললে, হুজুর সানন্দে সালাম গ্রহণ পূর্বক তাঁর পক্ষ থেকেও নায়েবে অামীরকে সালাম দিতে বলেন।
বাবুনগরীর সাথে কুশল বিনিময় শেষে প্রতিনিধি দল মিলিত হন অাল্লামা শেখ অাহমদ সাহেবের সাথে। তিনি সবার সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সকলের দেশ বিদেশের হালত সম্পর্কে খোঁজখবর নেন এবং মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।



