আল্লামা বাবুনগরীর স্নেহে সিক্ত আবু সুফিয়ান

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ০৭ ২০১৯, ০৫:৪৬

বুধবার রাজধানী বারডেম হাসপাতালে দেশের প্রখ্যাত আলেম, হাজারো আলেমের উস্তাদ শায়খ আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেবের সাথে দেখা করেন কলরবের সম্মানিত চেয়ারম্যান ও লন্ডনের এন টিভি উপস্থাপক মাওঃ সালাহউদ্দিন জাহাঙ্গীর সাহেব ও কলরবের প্রধান পরিচালক হাঃ মাওঃ আবু সুফিয়ান।

Image may contain: 7 people, including In'amul Hasan Faruqi, people standing and beard

আল্লামা বাবুনগরী সাহেব মাওঃ সালাহউদ্দিন সাহেবকে দেখে বুকে জড়িয়ে নিয়ে ফেনী, রঘুনাথপুর দারুচ্ছুন্নাহ মাদ্রাসার মহা সম্মেলনের কথা জিজ্ঞেস করেন ও কুশল বিনিময় করেন, কলরবের প্রধান পরিচালক মাওলানা আবু সুফিয়ান সাহেবকে মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।

Image may contain: 2 people, people smiling, wedding

উল্লেখ্য যে গত ৩-৪-৫ ই ফেব্রুয়ারী হাফেজ মাওলানা আবু সুফিয়ান নির্যাতিত রোহিঙ্গা মুসলীমদের চিকিৎসা সেবা প্রদান করে আজ ঢাকায় ফিরে আল্লামা জুনায়েদ আহমাদ বাবুনগরী হুজুরের সাথে সাক্ষাৎ করেন।

Image may contain: one or more people, wedding and indoor

আল্লামা বাবুনগরী হুজুর তাদের উদ্দেশ্যে ও জাতির উদ্দেশ্যে বলেন, যদি সত্য ও দ্বীনের পথে অটল থাকতে পারো তাহলে শত কষ্টের পরও আল্লাহ তায়ালা উচু সম্মান দান করবেন। একথা বলতে গিয়ে শুকরানা মাহফিল ও পাসপোর্টের বিষয় তুলে নানান বিষয় আলোচনা করেন।