আল্লামা বাবুনগরী’র মায়ের ইন্তেকাল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৪ ২০১৯, ২২:৩৮

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী’র মা ইন্তেকাল করেছেন।
(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)

রবিবার রাত পৌনে দশটার দিকে নিজ বাড়ি বাবুনগরে ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে মরহুমার বয়স ছিল ৮৩ বৎসর।

মরহুমা মায়ের জন্য দেশবাসীর নিকট দুআ চেয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

উল্লেখ্য,বাবুনগরীর মা প্রখ্যাত বুযুর্গ আল্লামা হারূন বাবুনগরী রহ.এর মেয়ে ও শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী’র বোন এবং আল্লামা আবুল হাসান রহ.এর সহধর্মিণী।