আল্লামা বাবুনগরীর মায়ের মৃত্যুতে পীর সাহেব চরমোনাই’র শোক প্রকাশ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৪ ২০১৯, ২৩:৫৩

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরীর মা ফাতেমা বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রাত পৌনে দশটার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরে অবস্থিত নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমার বয়স ছিল ৮৩ বৎসর।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

সাথে সাথে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দু’আ করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমমবেদনা জ্ঞাপন করেন।