আল্লামা বাবুনগরী’র দরসে বোখারী দারুল হাদীস থেকে মিডিয়ায়

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২৬ ২০১৮, ০৫:৪৮

আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফীজাহুল্লাহু এশিয়াখ্যাত একজন মুহাদ্দীস, ইলমে হাদীসের মুকুট বিহীন সম্রাট তিনি৷ অনন্য তিনি ইলমে হাদীসে৷বিশ্ববাসীর সামনে সূর্যের যেমন পরিচয় দিতে হয় না তদ্রুপ উলামায়ে কেরাম, তালিবে ইলম সহ সাহেবে ইলমের নিকট আল্লামা বাবুনগরীকেও নতুনভাবে পরিচয় করিয়ে দেয়ার কোন প্রয়োজন নেই৷

ইলমে হাদীসে তিনি নিজেই নিজের উদাহরণ৷আল্লামা বাবুনগরী বিশ্ববিখ্যাত মুহাদ্দীস আল্লামা ইউসুফ বান্নুরী রহ.এর হাতে গড়া যোগ্য ছাত্র এবং পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী মিশকাত শরীফের ব্যখ্যাগ্রন্থ “তানজিমুল আশতাত’র রচয়িতা আল্লামা আবুল হাসান রহ.এর সুযোগ্য সাহেবজাদা৷

আল্লামা বাবুনগরী হাফীজাহুল্লাহ আমার শায়খে বোখারী৷বোখারী শরীফের পাঠদানকালে শায়েখ বিভিন্ন হাদীসের ব্যখ্যা বাস্তবতার আলোকে এমন সহজ সাবলীলভাবে তুলে ধরেন যা প্রত্যেকেই বুঝতে পারে৷

শায়েখের হাদীসের তকরীর অনেক সাজানো গুছানো হয়৷
যার দরূন শায়েখের দরসে হাদীস প্রদত্ত তকরীর দারুল হাদীসের সীমানা পেরিয়ে মিডিয়ায়ও ব্যপক প্রচার-প্রসার হয়৷জাতীয় দৈনিক থেকে শুরু করে, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকায় ছাপা হয় আল্লামা বাবুনগরীর দরসে হাদীসের তকরীর৷উপকৃত হয় লক্ষ কোটি মুসলমান৷ এর থেকে খোঁজে পায় ইসলামের উপর চলার পাথেয়৷

গত ১৬ ই অক্টোবর আল্লামা বাবুনগরীর বোখারী শরীফের দরসের তকরীর “পর্দাহীনতা নারী নির্যাতনের মূল কারণ “শিরোনামে অনলাইন অফলাইনে ব্যাপক প্রচার হয়েছে৷
শায়েখের দরসে হাদীসের তকরীর বাস্তবতা সাথে মিল থাকায় মিডিয়ায় ব্যপক প্রচার প্রসার হয়৷

বর্তমানে প্রায় সব মিডিয়া-ই বাম-রামদের হাতে৷তাই ইসলামী ঘরানার নিউজগুলো তারা কখনো ফলোআপ করে না৷
আল্লামা বাবুনগরী হাফীজাহুল্লাহু প্রায়ই বলেন যে,বাতিলের মোকাবেলায় বস্তুনিষ্ট সংবাদ প্রচারে ইসলামী সাংবাদিকতায় ওলামায়ে কেরাম সহ নবীন আলেমগণের উপস্থিতি বাড়াতে হবে৷ইসলামী সাংবাদিকতায় ওলামায়ে কেরামগণ আরো এগিয়ে আসতে হবে৷তাহলে-ই ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে হলুদ মিডিয়ার মিথ্যাচার অপপ্রচার বন্ধ হবে৷এবং ইসলামী মিডিয়ার বিপ্লব হবে, ইনশাআল্লাহ৷

আলহামদুলিল্লা,বর্তমানে কওমী ওলামায়ে কেরাম ইসলামী সাংবাদিকতায় বেশ অগ্রসর হচ্ছেন৷ইনসাফ,কওমী ভিশন, আওর ইসলাম,উম্মাহ,বিটিওন,একুশে জার্নাল, ইসলাম টাইমস সহ ইসলামী ঘরানার অনেক অনলাইন পত্রিকা চালু হয়েছে৷এ সব ইসলামী মিডিয়ার মাধ্যমে নাস্তিক মুরতাদ সহ সকল ইসলাম বিরুধীদের অপপ্রচারের দাঁতভাঙ্গা জবাব দিচ্ছেন আলেম সাংবাগিকগণ৷

শায়েখ আল্লামা বাবুনগরী হাফীজাহুল্লাহুর দরসে হাদীসে রয়েছে এমতিয়াজী খুছুসিয়্যাত বা স্বতন্ত্র বৈশিষ্ট৷
ব্যতিক্রমধর্মী আল্লামা বাবুনগরীর দরসে হাদীস৷শায়েখের নিকট যারা হাদীস পড়েছেন কেবল তারাই জানেন শায়েখের দরসে হাদীসের কি রওনক আর শান৷

আল্লাহ তা’য়ালা শায়েখ বাবুনগরীকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করুন, আমীন৷

লেখক—
জুনাইদ আহমদ, নেত্রকোণা
শিক্ষার্থী তাকমীলুল হাদীস, দারুল উলুম হাটহাজারী৷