আল্লামা বাবুনগরীর ইস্তফার বিষয়ে আমি কোন ঘোষণা দিইনি: আল্লামা নোমান ফয়জী
একুশে জার্নাল
জুন ১৮ ২০২০, ০৯:৪১
ইলিয়াস সারোয়ার:
হাটহাজারী মাদ্রাসার সূরা সদস্য ও মেখল হামিউস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম আল্লামা নোমান ফয়েজী বলেছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইস্তফার ব্যাপারে কিছু মিডিয়া আমার নাম জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করছে। আমি তার ইস্তফার ব্যাপারে কোন কিছু বলিনি এবং কোন ঘোষণাও করিনি।
তিনি বলেন, কোন কিছু ঘোষণা করতে হলে সেটা আগে তো লিখতে হবে। এমন কোন বিষয় লেখাই হয়নি ঘোষণা কী করে করা হবে!
প্রবচন অনলাইন পত্রিকার সম্পাদক কাজী হামদুল্লাহ ‘র এক প্রশ্নের জবাবে ফোনকলের মাধ্যমে তিনি এসব কথা বলেন। ফোনকলের রেকর্ডটি আল্লামা নোমান ফয়জীর অনুমতি সাপেক্ষে প্রবচন হুবহু প্রকাশ করেছে।
তিনি আরো বলেছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইস্তফার ব্যাপারে আমি কিছু জানি না এবং এই বিষয় নিয়ে আমি কখনো কারো সাথে কোন কথাও বলিনি। যারা আমার নাম নিয়ে মিথ্যা ছড়াচ্ছে তারা এটা ভুল করছে। আমি সাংবাদিকদের কাছে এই মর্মে বিবৃতি দিয়েছি যে, আমি এসব বলিনি। আপনারাও আমার এই বক্তব্যটি ছড়িয়ে দিন।