আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের শোক
একুশে জার্নাল ডটকম
আগস্ট ১৯ ২০২৩, ১৭:১৪
বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউ কে এর সভাপতি মাওলানা আবদুল কাদির সালেহ ও সাধারন সম্পাদক মাওলানা হেলাল উদ্দীন আহমদ ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী ছিলেন আলকোরআনের এক বিপ্লবী কন্ঠ ও দ্বীনের এক একনিষ্ঠ দায়ী । তিনি অত্যন্ত প্রান্জল ভাষা ও মনোমুগ্ধকর উপস্থাপনায় আলকোরআনের যুগোপযোগী তাফসির করতেন। মানুষ মন্ত্র মুগ্ধের মতো তাঁর তাফসির শুনতে মাহফিলে যোগদান করতো। হাজারো লাখো পথহারা মানুষ তাঁর তাফসির শুনে দ্বীনের পথে তাদের জীবনের গতিপথ খুঁজে পেয়েছে। অসংখ্য ঈমানহারা মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে।
আল্লাহ তাঁকে এক অনন্য বাগ্মিতা ও সূর লহড়ী দান করেছিলেন। ওয়াজ ও বয়ানের ময়দানে সাঈদী রাহি.-এর শূন্যতা পূরন হওয়ার নয়।
নেতৃবৃন্দ আল্লামা সাঈদীর মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।দ্বীনের জন্য তাঁর যাবতীয় খিদমাত কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে মর্যাদার আসন দানের জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।