আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ইন্তেকালে মাওলানা মুহিউল ইসলাম বুরহানের শোক প্রকাশ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ০৫ ২০২০, ১৯:৩৮

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শায়খুল হাদিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী ইন্তেকালে মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম শায়খ মাওলানা মুহিউল ইসলাম বুরহান।

আজ রবিবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর মাগফেরাত কামনা করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘ভাবতেই খুব কষ্ট হচ্ছে- বাংলাদেশের শীর্ষ আলেমে দ্বীন, দরদী আলেম আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী হুজুর এখন আর আমাদের মাঝে নেই। মুহাদ্দিসে হবিগঞ্জী রাহ. বহু গুণে গুণান্বিত ছিলেন।

মরহুমের মাগফেরাত কামনা করে মাওলানা মুহিউল ইসলাম বুরহান বলেন, আমরা যা হারালাম তা পূরণ হবার নয়। আল্লাহভীরু, মুখলিস ও প্রজ্ঞাবান এই আলেম মনীষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তাঁর ছাত্র, মুরীদ এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, আজ রবিবার বিকাল পৌনে পাঁচটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
হবিগঞ্জের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, দেশের বিশিষ্ট এ হাদিস বিশারদ ও রাজনীতিবিদ দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কিছুদিন আগেও বেশকিছু দিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকাৎসাধীন ছিলেন। পরে হার্টের এনজিওগ্রামও করা হয়।

এর আগে স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কয়েকদিগন সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী।

২০১৭ সালের ১৯ জুলাই অসুস্থ হয়ে লন্ডনের ইউলিয়াম হার্ভে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে সেখানেও তার হার্টের এনজিওগ্রাম করা হয়।

সোমবার সকাল ১০ ঘটিকায় হবিগঞ্জের উমেদনগর মাদরাসা প্রাঙ্গণে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে।