আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে খন্দকার মুক্তাদির’র শোক প্রকাশ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১৯ ২০২১, ১৮:১০

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা সচিব শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির।

১৯ আগষ্ট (বৃহস্পতিবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খন্দকার মুক্তাদির বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী তার জীবনের বিরাট একটি অংশ দ্বীন প্রচারের ময়দানে দেশ-বিদেশে অনন্য ভূমিকা রেখেছেন। চরম অসুস্থতাও যাকে দ্বীনি দাওয়াতের ময়দান থেকে দূরে রাখতে পারেনি। তাঁর শূণ্যতা অপূরণীয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি মরহুমের রুহের মাগফিরাত এবং আল্লাহর দরবারে তার সম্মানিত স্থান কামনা করেন। সেই সাথে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।