আল্লামা জুনায়েদ বাবুনগরী মাতার দাফন সম্পন্ন
একুশে জার্নাল
আগস্ট ০৫ ২০১৯, ১৯:৫৯
হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর সহযোগী মহাপরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরীর মাতা মরহুমা ফাতেমা বেগম এর নামাজে জানাযা আজ ৫ই আগস্ট সোমবার সকাল ১০.৩০টায় চট্টগ্রামের ফটিকছড়ি জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযায় ইমামতি করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও জামিয় আহলিয়া দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।
মরহুমার জানাযায় হাজার হাজার আলেম ও মুসল্লিদের ব্যাপক সমাগম হয়। চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ জনসাধারণ উপস্থিত হন। মাদরাসার মাঠ, আশপাশের রাস্তা ও বিভিন্ন ভবনে দাড়িয়ে মুসল্লিগণ জানাজার নামাজে অংশ গ্রহন করেন। জানাযা শেষে তাকে বাবুনগর মাদরাসার কবরস্থানে (মাকবরায়ে হারুন) দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। তিনি গতকাল রাত ৯.৪৫টায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিন ছেলে ও দুই মেয়ে অসংখ্য নাতি-নাতনী, আত্মীয় ও গুণগ্রাহী রেখে যান।
উল্লেখ্য যে, আল্লামা বাবুনগরী মাতা মরহুমা ফাতেমা বেগম হাটহাজারী মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সুফী আজিজুর রহমান রহ.এর পুত্র বাবুনগর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রখ্যাত বুজুর্গ আল্লামা শাহ হারুন বাবুনগরী রহ.-এর ঔরশে ১৯৩৬ ইং সনে জন্মগ্রহণ করেন। তিনি দারুল উলুম হাটহাজারীর সাবেক সিনিয়র মুহদ্দিস, মিশকাত শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ “তানজিমুল আশতাত”এর লেখক আল্লামা হাফেজ আবুল হাসান রহ. সহধর্মীনি এবং জামেয়া ইসলামিয়া পটিয়ার প্রতিষ্ঠাতা কুতবে আলম মুফতি আজিজুল হক রহ. মুরিদ ছিলেন।মরহুমা একজন সৌভাগ্যবতী নারী, একজন রত্নগর্ভা মা। যার সব সন্তানই হাফেজে কুরআন, বিখ্যাত আলেম ও মুহাদ্দিস। যারা ইসলামের বহুমূখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।
জানাযার পূর্বে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, হেফাজতের আমীর ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী, মরহুমার বড়ভাই হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর ও বাবুনগর মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, বড়ছেলে শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি জসিম উদ্দিন, বাবুনগরের শায়খুল হাদীস মুফতি মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান আলহাজ আবু তৈয়ব, হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী হাটহাজারী নিবাসী বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব নুর মোহাম্মদ।
জানাযায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মরহুমার ছোট ভাই হযরত মাওলানা হাফেজ হাবিবুল্লাহ বাবুনগরী,জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারীর মুফতিয়ে আজম আল্লামা মুফতি আবদুস সালাম চাটগামী, মুহাদ্দিস মাওলানা আহমদ দিদার কাসেমী, মাওলানা কবির আহমদ,লালখান বাজার মাদ্রাসার মহাপরিচালক মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী,হেফাজতের নায়েবে আমীর মাওলানা হাফেজ তাজুল ইসলাম (পীর সাহেব ফিরোজশাহ),মেখল মাদরাসার মহাপরিচালক মাওলানা মোহাম্মদ নোমান ফয়জী,নাজিরহাট বড় মাদরাসার মহাপরিচালক শায়খুল হাদীস মাওলানা মোহাম্মদ ইদরিস,হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মুফতী কেফায়তুল্লাহ,মরহুমার মেজো ছেলে জামিয়া বাবুনগরের মুহাদ্দিস হাফেজ মাওলানা সোয়াইব বাবুনগরী,বাবুনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরী,বিশিষ্ট লেখক মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী,মরহুমার ছোট ছেলে রাউজান সুলতান পুর মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা জুবায়ের বাবুনগরী,জামেয়া ওবায়দিয়া নানুপুরের শায়খুল হাদীস মাওলানা মুফতি কুতুব উদ্দিন, দারুল মাআরিফের মুহাদ্দিস মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী, আজাদীবাজার মাদরাসার পরিচালক মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ, আলহুদা মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মীর ইদরিস, জমিরিয়া ইন্টারন্যাশনালের পরিচালক মাওলানা বেলাল উদ্দিন নানুপুরী,মুফতী হারুন ইজহার,হেফাজত আমিরের ব্যক্তিগত সহকারী মাওলানা সফিউল আলম প্রমূখসহ আলেম ওলামা, প্রশাসনিক ব্যক্তিবর্গ ও স্থানীয় ধর্মপ্রাণ জনসারণ।
জানাযার পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তৃতায় আল্লামা জুনাইদ বাবুনগরী তার মা মরহুমা ফাতেমা বেগমের জানাযায় উপস্থিত হোওয়ায় উপস্থিত সকলের শুকরিয়া জ্ঞাপন করেন।